

আইপিএল শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি। টুর্নামেন্ট শুরু হবার আগে আগে সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে হাজির হয়ে গেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে শারজা স্টেডিয়ামের পরিকাঠামো ঘুরে দেখেছেন মহারাজ। এমিরেটস ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন টুর্নামেন্ট নিয়ে। তথ্য-ইরন রায় বর্মন


বুধবার আবুধাবিতে পৌঁছবেন সৌরভ। ক্রিকেটারদের জন্য তৈরি "বায়ো বাবল" সহ সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখছেন বোর্ড প্রেসিডেন্ট। মূলত টুর্নামেন্ট শুরুর আগে করোনা আবহে স্বাস্থ্যবিধি সংক্রান্ত যাবতীয় নিয়ম সঠিকভাবে পালন হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখছেন সৌরভ। বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করায় ছিল বোর্ডের কাছে চ্যালেঞ্জ। তথ্য-ইরন রায় বর্মন


আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন জায়গায় করোনা সংক্রান্ত নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইনে নিয়ম ও পরিবর্তিত হয়েছে। ফলে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছলেও কাজ শুরু করে দিতে পেরেছেন সৌরভ। টুর্নামেন্টের উদ্বোধন হাজির থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তথ্য-ইরন রায় বর্মন


১৯ সেপ্টেম্বর আবুধাবিতে গত বছরের চ্যাম্পিয়ান রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও রানার্স মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এর ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। আইপিএলে খরচ কমাতে বোর্ড প্রেসিডেন্ট হয়ে দায়িত্ব নেওয়ার পরই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন সৌরভ। শুধু ম্যাচ হবে। ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। ২৩ সেপ্টেম্বর ভারতে ফিরে আসার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তথ্য-ইরন রায় বর্মন


ফাইনালের আগে ফের সংযুক্ত আরব আমিরশাহি যাবেন দাদা। শারজায় আইপিএলের ১২ ম্যাচ আয়োজিত হবে।শারজায় প্রথম খেলা হবে ২২ সেপ্টেম্বর। রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। সৌরভের সঙ্গে শারজা স্টেডিয়াম পরিদর্শনে হাজির ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সহ বোর্ড কর্তারা। তথ্য-ইরন রায় বর্মন