বোর্ড থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন ‘‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রাক্তন ক্রিকেটারদের আর্থিক দিকটিও মাথায় রাখতে হবে৷ ’’ তিনি আরও বলেছেন ক্রিকেটাররা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ তাই এক বোর্ড হিসেবে তাঁদের দায়িত্ব এঁদের সকলের খেয়াল রাখা৷ আম্পায়রাও বোর্ডের খুব গুরুত্বপূর্ণ সদস্য৷ বিসিসিআই বাস্তবে মানে এঁদের যোগদান ভারতীয় ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ৷
বোর্ড সচিব জয় শাহ বলেছেন, ‘‘আমরা ক্রিকেটারদের ওয়েলফেয়ার চাই৷ প্রাক্তন , বর্তমান সকলকেই সর্বোচ্চ প্রাথমিকতা দেওয়া হবে৷ পেনশন বাড়ানো সেই দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ বিসিসিআই গত কিছু বছরে আম্পায়রের যোগদানকে গুরুত্ব দেয়৷ ভারতীয় ক্রিকেট তার সেবাকে কৃতজ্ঞতা জানাতে এটা একটা পদ্ধতি৷ ’’ তিনি জানিয়েছেন এতে প্রায় ৯০০ কর্মী উপকৃত হবেন৷ তাঁদের প্রত্যেকের প্রায় ৭৫ শতাংশ থেকে ১০০ শতাংশ অধিক পেনশন পাওয়া যাবে৷