সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই ১৬ আনা বাঙালি। আর সেটা মহারাজ নিজে মুখে বারবার স্বীকারও করেছেন। দুর্গাপুজোয় আর পাঁচজন বাঙালির মতোই তিনিও মেতে ওঠেন। কলকাতায় আছেন মানেই সৌরভকে পাওয়া যাবে পাড়ার মণ্ডপে।
2/ 6
শুক্রবার ৫০-এ পা দেবেন বিসিসিআই সভাপতি। আর কাকতালীয়ভাবে দাদার পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নার্স-এর দুর্গাপুজোও এবার ৫০তম বর্ষে। ফলে এবার ৫০-এর সেলিব্রেশনে বড় কারণ রয়েছে।
জানা যায়, ১৯৭২ সালে সৌরভের জন্মের বছর থেকেই বড়িশা ক্লাবে দুর্গাপুজো শুরু হয়। আর সেই পুজো আয়োজনের শুরুর দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মহারাজের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের। সৌরভের পরিবার এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সৌরভ অবশ্য এবার বাসাবদল করবেন। বেহালায় আর তাঁর আস্তানা থাকছে না। তবুও পুরনো পাড়ার ক্লাবের পুজোতে সৌরভের সমর্থনে ঘাটতি হবে না, এমনটাই দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষ।