পরের প্রজন্মের জন্য তিনি কিছু করতে চান। সেটা আগেও বলেছিলেন অরিজিৎ সিং। জগৎজোড়া খ্যাতি এখন তাঁর। তবে তিনি তাতে ভেসে যাননি। বরং সাধারণ হয়ে থাকতেই ভালবাসেন।
2/ 6
জিয়াগঞ্জ তাঁর প্রাণের শহর। সেই মফঃস্বলের সঙ্গেই তাঁর আত্মার সম্পর্ক। এবার জিয়াগঞ্জে উঠতি ক্রিকেটারদের জন্য বিরাট কাজ করলেন অরিজিৎ সিং।
3/ 6
কয়েক মাস আগে থেকেই জিয়াগঞ্জে একটি ক্রিকেট মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়েছিল। ২৩ মার্চ সেখানে ভূমিপুজো করলেন অরিজিৎ সিং।
4/ 6
অরিজিৎ সিংয়ের উদ্যোগে সেই মাঠে পিচ তৈরির কাজ প্রায় শেষের দিকে। জিয়াগঞ্জের রাজা বিজয় সিং বিদ্যামন্দিরের স্কুলের মাঠে ক্রিকেটাররা প্র্য়াকটিসের সুযোগ পাবে।
5/ 6
আন্তর্জাতিক মানের কিউরেটরের উপস্থিতিতে এই পিচ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। ফিফার প্রশিক্ষিত কিউরেটর শঙ্কর ধর ছিলেন তদারকিতে। তিনি ফুটবল মাঠের পাশাপাশি ক্রিকেট পিচ নিয়েও কাজ করেন।
6/ 6
ওই মাঠে মোট পাঁচটি পিচ তৈরি হবে বলে জানা যাচ্ছে। অরিজিৎ সিং নিজের প্রিয় শহরে এমন উদ্যোগ নিয়েছিলেন। এবার সেই কাজ প্রায় শেষের দিকে।
মানুষের সেবায় নেমেছেন অরিজিৎ সিং! জিয়াগঞ্জে এবার বাচ্চাদের জন্য করলেন বড় কাজ
পরের প্রজন্মের জন্য তিনি কিছু করতে চান। সেটা আগেও বলেছিলেন অরিজিৎ সিং। জগৎজোড়া খ্যাতি এখন তাঁর। তবে তিনি তাতে ভেসে যাননি। বরং সাধারণ হয়ে থাকতেই ভালবাসেন।
মানুষের সেবায় নেমেছেন অরিজিৎ সিং! জিয়াগঞ্জে এবার বাচ্চাদের জন্য করলেন বড় কাজ
আন্তর্জাতিক মানের কিউরেটরের উপস্থিতিতে এই পিচ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। ফিফার প্রশিক্ষিত কিউরেটর শঙ্কর ধর ছিলেন তদারকিতে। তিনি ফুটবল মাঠের পাশাপাশি ক্রিকেট পিচ নিয়েও কাজ করেন।