আইপিএল ২০২৩-এ কেকেআরের ব্যর্থতার মধ্যেও সকলের নয়ণের মণি হয়ে উঠেছে রিঙ্কু সিং। একাধিক অনবদ্য ইনিংস রিঙ্কুকে রাতারাতি মহাতারকা করে তুলেছে।
2/ 6
মহিলা মহলেও বেশ ভালই খ্যাতি অর্জন করেছেন রিঙ্কু। শেষ ম্যাচে ইডেনে রিঙ্কুর ব্যাটিং দেখতে সুদূর আফগানিস্তান থেকে হাজির হয়েছিলেন এক সুন্দরী।
3/ 6
ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম এলএসজি ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন আফগান সুন্দরী ওয়াজমা আয়োবি। যিনি আউগানিস্তান দলের অন্ধ ভক্ত।
4/ 6
ইডেনে কেকেআরের ফ্ল্যাগ কথনও আফগানিস্তানের ফ্ল্যাগ হাতে দেখা যায় ওয়াজমা আয়োবিকে। যানা যায় ওয়াজমা রিঙ্কু সিংয়ের ডাই হার্ট ফ্যান।
5/ 6
ম্যাচ শেষে রিঙ্কু সিংয়ের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে ওয়াজমা লেখেন, ‘একটা দারুণ অভিজ্ঞতা হল কলকাতা।’ সঙ্গে একটি ভারত ও আফগানিস্তানের পতাকা এবম হার্ট ইমোজি।
6/ 6
জানা যায় রিঙ্কুর ব্যাটিং পাগল করেছে ওয়াজমাকে। োসশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তাের প্রেম নিয়ে জল্পনাও। যদিও এই বিষয়ে কেউই কোনও মন্তব্য করেননি।
রিঙ্কুর প্রেমে আফগান সুন্দরী! ছুটে এলেন প্রায় আড়াই হাজার কিলোমিটার অতিক্রম করে
ম্যাচ শেষে রিঙ্কু সিংয়ের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে ওয়াজমা লেখেন, ‘একটা দারুণ অভিজ্ঞতা হল কলকাতা।’ সঙ্গে একটি ভারত ও আফগানিস্তানের পতাকা এবম হার্ট ইমোজি।