শুধু শিল্পা নন, বলিউড নায়িকা প্রীতি জিন্তার সঙ্গেও আইপিএল কর্মসূত্রে ওঠা বসা ছিল ললিতের। শোনা যায় আইপিএল কমিশনার হিসেবে তার মহিলা প্রীতি ছিল বিরাট
2/ 8
বলিউড নায়িকা এবং মডেল সেলিনা জেটলির সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল ললিতের। আসলে আইপিএল চেয়ারম্যান হিসেবে তার টাকার জোর এবং ক্ষমতা বলিউড নায়িকাদের আকৃষ্ট করত
3/ 8
ললিত মোদির আমলে আইপিএলের নাইট পার্টি ছিল বিশাল ভাবে। বলিউড সেলিব্রেটি এবং ক্রিকেটারদের মেলামেশা এমনকি অনেক প্রেম কাহিনী জন্ম নিয়েছে এই পার্টি থেকে
4/ 8
শুধুই সেলিব্রিটি নায়িকা নয়, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মডেলদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ললিতের। গ্যালারিতে এভাবেই বসে থাকতেন মহিলা পরিবেষ্টিত হয়ে
5/ 8
লিকার ব্যারন এবং বিজনেস টাইকুন বিজয় মালিয়ার সঙ্গে ললিত মোদির স্পেশাল সম্পর্ক ছিল চর্চার বিষয়। আইপিএলকে গড়ে তোলার পেছনে বিজয় মালিয়ার অবদান বারবার স্বীকার করেছেন ললিত। দুজনেই আজ দেশ থেকে বিতাড়িত
6/ 8
নিজের নামের সিগারেট ব্র্যান্ড অনেকদিন আগেই বাজারে এনেছিলেন ললিত মোদি। কিং সাইজ সিগারেট খেতেন প্রাক্তন আইপিএল কমিশনার
7/ 8
প্রথম তিন বছর কমিশনার এবং চেয়ারম্যান হিসেবে দুর্দান্ত সফল হওয়ার পর ললিত মোদিকে টাকা চুরি এবং বেআইনি কাজের ভিত্তিতে চিরকালীন নির্বাসিত করে বিসিসিআই। তিনি নিজে মনে করেন চেন্নাই সুপার কিংস মালিক শ্রীনিবাসন এর জন্য দায়ী
8/ 8
দক্ষিণ আফ্রিকায় কেপটাউন শহরে নিজের হোটেল আছে ললিত মোদির। ভারত থেকে দূরে থাকলেও ভারতীয় ক্রিকেটের খবর এবং আইপিএলের খবর সব সময় রাখেন তিনি