গরমে জীবন অতিষ্ট। শান্তি নেই একটুও। কোথায় বৃষ্টি? এই প্রশ্ন যখন সকলের মনে, তখনই বৃষ্টির খবর শোনাল আবহাওয়া দফতর। photo source collected রাজ্যের তিন জেলায় আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বৃষ্টি। photo source collected বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। photo source collected আগামী কয়েক দিনের মধ্যে কলকাতাতেও কালবৈশাখীর সম্ভাবণা জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে বৃষ্টি। photo source collected তবে আগামী দু তিন ঘণ্টায় ভাসতে চলেছে পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। photo source collected