বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি থাকবে দুপুরের দিকে ৷ আন্দামান সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। শুক্রবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। আন্দামান সাগর এরপর দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে সেই ঘূর্ণিঝড়। Representative Image
আপাতত অভিমুখ ওড়িশা উপকূলের দিকে হতে পারে এমনই সম্ভাবনা। কলকাতায় আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস । কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ স্বাভাবিকের থেকে চার ডিগ্রি নীচে। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৩ শতাংশ। বৃষ্টির পরিমাণ ১৭.৩ মিলিমিটার ৷ Representative Image
আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ছাড়া রাজ্যজুড়ে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। মঙ্গলবারেও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। Representative Image
আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে চলতি সপ্তাহে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস উত্তর-পূর্ব ভারত এবং সিকিমে। আগামিকাল, মঙ্গলবার অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অসম ও মেঘালয়ে ৷ মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যে। Representative Image