হোম » ছবি » দক্ষিণবঙ্গ » কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

  • Bangla Digital Desk

  • 115

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    রাতভোর অবিশ্রান্ত বৃষ্টির পর সকাল হয়ে দুপুর গড়ালেও বৃষ্টি বন্ধ হয়নি। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে নাগাড়ে ঘন বৃষ্টি । উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে (West Bengal Weather Update)। প্রতীকী ছবি ৷

    MORE
    GALLERIES

  • 215

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    মৌসুমী অক্ষরেখা গয়া থেকে কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আজ দিনভর ভারী (West Bengal Weather Update) থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast) রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী কাল বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলিতে।

    MORE
    GALLERIES

  • 315

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর ঘূনাবর্ত রয়েছে। মৌসুমী অক্ষরেখা গয়া থেকে কলকাতা হয়ে উত্যর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

    MORE
    GALLERIES

  • 415

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    এই ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা জন্য ২০, ২১ সেপ্টেম্বর হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ২০ তারিখে ভারি বৃষ্টি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ ও সাউথ ২৪ পরগনা, নদিয়া জেলায়।

    MORE
    GALLERIES

  • 515

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    ভারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া, বর্ধমান জেলায়। আগামিকাল ভারী বৃষ্টি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সাউথ ২৪ পরগনা।

    MORE
    GALLERIES

  • 615

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    আগামিকাল বৃষ্টি কমবে কলকাতায়। আবহাওয়া উন্নতি হবে কিছুটা। 24 ঘন্টার মধ্যে মাছ ধরতে নিষেধ করা হয়েছে মৎস জীবিদের। পশ্চিম দিকে সরছে ফলে কমবে বৃষ্টি। ফলে নদীতে জলস্তর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা।

    MORE
    GALLERIES

  • 715

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    চলতি বর্ষার শুরু থেকেই ব্যাপক বৃষ্টি দেখেছে গোটা রাজ্য (West Bengal Weather Update)। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে রবিবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। প্রতীকী ছবি ৷

    MORE
    GALLERIES

  • 815

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির (West Bengal Weather Update) সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

    MORE
    GALLERIES

  • 915

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঢুকবে।

    MORE
    GALLERIES

  • 1015

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    ঘূর্ণাবর্তটির প্রভাব ওড়িশার উত্তরে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি।

    MORE
    GALLERIES

  • 1115

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    আজ দুপুর ১২.৫৯ মিনিটে গঙ্গার জলস্তর ছিল প্রায় ৫.৫৮ মিটার (১৮.৩১ফুট)। তার জেরে লকগেট বন্ধ থাকবে সকাল ১০.৩০ থেকে বিকেল তিন'টে পর্যন্ত। সেই সময়ে গঙ্গার পাশের লকগেটগুলি যখন বন্ধ থাকবে। তখন যদি বৃষ্টি হয় তবে শহরে জল জমবে। লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে।

    MORE
    GALLERIES

  • 1215

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    রবিবার রাত এক'টা থেকে সোমবার সকাল ছ'টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় কলকাতার একাধিক জায়গায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। দফায় দফায় বৃষ্টিতে কলকাতা শহরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

    MORE
    GALLERIES

  • 1315

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    বালিগঞ্জ, কালীঘাট, মোমিনপুর, চেতলা, যোধপুর পার্ক, ধাপা-তপসিয়া, উল্টোডাঙা, ঠনঠনিয়া, বেলগাছিয়া ও বেহালার বেশ কিছু এলাকায় জল জমে দুর্ভোগে বাসিন্দারা।

    MORE
    GALLERIES

  • 1415

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    জল জমেছে সল্টলেক সেক্টর ফাইভ চত্বরেও।টালা থেকে টালিগঞ্জ জল থইথই করছে। জলমগ্ন আলিপুর-বর্ধমান রোড, বেহালা, পর্ণশ্রী বীরেন রায় রোড ওয়েস্ট-সহ ১২১ নম্বর ওয়ার্ড।

    MORE
    GALLERIES

  • 1515

    West Bengal Weather Update: কাঁপিয়ে বৃষ্টি রাজ্যজুড়ে, দুর্যোগ আর দুর্ভোগে ব্যাহত জনজীবন, আবহাওয়ার প্রলয়নাচন থামবে কখন? 

    জলমগ্ন ,মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোড, বাটা মোড় থেকে জিনজিরা বাজার পর্যন্ত। সপ্তাহের প্রথম দিনে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ কাজের উদ্দেশ্যে বেরিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

    MORE
    GALLERIES