বৃষ্টি শুরু কলকাতাতেও৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। আজ, সোমবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামিকাল, মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের। দিঘা, মন্দারমনির সমুদ্র সৈকতে পর্যটকের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রতটের সমস্ত রকম বিনোদন মূলক কাজ ও খেলাধুলা বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
রবিবার বিকেলেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অশনি। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এখন অবস্থান করছে এটি। শক্তিশালী ঘূর্ণিঝড় রূপেই মঙ্গলবার পর্যন্ত অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে উত্তর-পশ্চিম অভিমুখে এগোতে থাকবে অশনি, পূর্বাভাস আবহাওয়া দফতরের। এর প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলায়।