গত সপ্তাহের নিম্নচাপের ভ্রুকুটি পেরিয়ে বাংলার আকাশে ঝিকিমিকি রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল দুদিন। উঁকি ঝুঁকি মারছিল শরতের আভাস। কিন্তু এরই মধ্যে আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, শনিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ফের আরও একটি নিম্নচাপ (West Bengal Weather News) তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরে রবিবার থেকেই বাড়বে বৃষ্টি। প্রতীকী ছবি
এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather News) রয়েছে। তবে এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওড়িশায়। মঙ্গলবার অবধি বাংলার দক্ষিণের আকাশে থাকবে হালকা মেঘ এবং মাঝারি বৃষ্টি (West Bengal Weather News) হতে দেখা যাবে। তবে আজ থেকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধির (Weather Forecast) পূর্বাভাস রয়েছে। প্রতীকী ছবি
আজ কলকাতায় (Kolkata Weather Forecast) আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আজও। তাপমাত্রা বাড়বে আগামী ৪৮ ঘণ্টায়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। দুটোই স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য। প্রতীকী ছবি
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ। বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টি বাড়বে। রবিবার রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি
আগামী ২৪ ঘণ্টায় গুজরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি কমবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস কঙ্কন গোয়া গুজরাট কর্ণাটক মহারাষ্ট্র ও মারাঠা ওয়ারাতে। ভারী বৃষ্টি হবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ডে। কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এবং রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন-চারদিন। প্রতীকী ছবি