অসহ্যকর গরম বাঁকুড়া জেলায়। সারা শরীর আর্দ্রতায় চিটচিট করছে। একদিনের বৃষ্টিতে সামান্য রেহাই মিললেও আবারও সূর্যের দাবদাহ এবং বাড়তি আর্দ্রতায় কাবু বাঁকুড়া জেলা। চলতি সপ্তাহে আরও বাড়বে তাপমাত্রা এমনটাই জানা যাচ্ছে।
2/ 6
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রির কাছাকাছি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক বাঁকুড়ার জলবায়ুতে বেড়েছে আর্দ্রতার পরিমাণ যার ফলে বাড়তি গরমের সঙ্গে বেড়েছে গুমোট ভাব। শরীর দিয়ে ঝরছে ঘাম।
3/ 6
কাগজে-কলমে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০ শতাংশ। দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ থেকে উত্তরে ৯ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে বাতাস।
4/ 6
এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটায় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে ছটা বেজে ১৭ মিনিটে। শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ অত্যন্ত বেশি থাকবে যার সূচক প্রায় ১১ এর কাছাকাছি।
5/ 6
সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি হলেও আদ্রতা বাড়ায় অনুভূত হবে যেন ৪৩ ডিগ্রি তাপমাত্রা সমান গরম। লাল ল্যাটেরাইট মাটির উঁচু নিচু মালভূমি অঞ্চল বাঁকুড়া। প্রতি বছর গ্রীষ্ম এবং শীতে চরমভাবাপন্ন জলবায়ু দেখতে অভ্যস্ত বাঁকুড়ার মানুষ।
6/ 6
অতিরিক্ত গরম অস্বাভাবিক কিছুই নয় এই জেলায়, তবে এই বছরের গরমে যেন নাজেহাল বাঁকুড়ার মানুষ। কিন্তু চলতি বছরে সেই বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কম, ফলে এই সূর্যের সীমা ছাড়াচ্ছে বাঁকুড়ার মানুষের। ধারাবাহিক বৃষ্টিপাতের অপেক্ষায় জেলা বাঁকুড়া।
Weather Update|| Today|| দু-দিনের বৃষ্টি শেষে সূর্যের তেজে পুড়ছে চামড়া, চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায় জেলাবাসী
বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রির কাছাকাছি। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক বাঁকুড়ার জলবায়ুতে বেড়েছে আর্দ্রতার পরিমাণ যার ফলে বাড়তি গরমের সঙ্গে বেড়েছে গুমোট ভাব। শরীর দিয়ে ঝরছে ঘাম।
Weather Update|| Today|| দু-দিনের বৃষ্টি শেষে সূর্যের তেজে পুড়ছে চামড়া, চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায় জেলাবাসী
কাগজে-কলমে বৃষ্টিপাতের সম্ভাবনা ৫০ শতাংশ। দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণ থেকে উত্তরে ৯ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবে বাতাস।
Weather Update|| Today|| দু-দিনের বৃষ্টি শেষে সূর্যের তেজে পুড়ছে চামড়া, চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায় জেলাবাসী
এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটায় এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে ছটা বেজে ১৭ মিনিটে। শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ অত্যন্ত বেশি থাকবে যার সূচক প্রায় ১১ এর কাছাকাছি।
Weather Update|| Today|| দু-দিনের বৃষ্টি শেষে সূর্যের তেজে পুড়ছে চামড়া, চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায় জেলাবাসী
সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি হলেও আদ্রতা বাড়ায় অনুভূত হবে যেন ৪৩ ডিগ্রি তাপমাত্রা সমান গরম। লাল ল্যাটেরাইট মাটির উঁচু নিচু মালভূমি অঞ্চল বাঁকুড়া। প্রতি বছর গ্রীষ্ম এবং শীতে চরমভাবাপন্ন জলবায়ু দেখতে অভ্যস্ত বাঁকুড়ার মানুষ।
Weather Update|| Today|| দু-দিনের বৃষ্টি শেষে সূর্যের তেজে পুড়ছে চামড়া, চাতক পাখির মত বৃষ্টির অপেক্ষায় জেলাবাসী
অতিরিক্ত গরম অস্বাভাবিক কিছুই নয় এই জেলায়, তবে এই বছরের গরমে যেন নাজেহাল বাঁকুড়ার মানুষ। কিন্তু চলতি বছরে সেই বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কম, ফলে এই সূর্যের সীমা ছাড়াচ্ছে বাঁকুড়ার মানুষের। ধারাবাহিক বৃষ্টিপাতের অপেক্ষায় জেলা বাঁকুড়া।