গরম থেকে একটু হলেও রেহাই পেতে চলেছেন হুগলি জেলার মানুষ জন। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ১৬ মার্চ থেকে আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন। রাজ্যে নতুন করে আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। যার ফলে গোটা রাজ্যের পাশাপাশি হুগলিতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। (প্রতীকী চিত্র, প্রতিবেদন: রাহী হালদার)
ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে তৈরী হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যা ধীরে ধীরে শক্তিশালি হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টায় দৈত্যাকার রূপ ধারণ করতে চলেছে। বৃষ্টির সঙ্গেই চলবে বজ্রপাত এবং সেইসাথে হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে বৃষ্টির ফলে রেহাই মিলবে তীব্র দহনজ্বালা থেকে। (প্রতীকী চিত্র, প্রতিবেদন: রাহী হালদার)