আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই সর্বোচ্চ তাপমাত্রা আগামিকাল বৃদ্ধি পেয়ে পৌঁছে যাবে ৪৩ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি, এমনটাই আগাম পূর্বাভাস। এখানেই শেষ নয় বাড়তে থাকবে তাপমাত্রা। গরমের প্রথম ইনিংস একেবারেই নাজেহাল করে ছেড়েছিল বাঁকুড়া জেলার মানুষকে। রেকর্ড তাপমাত্রা পৌঁছেছিল বাঁকুড়া জেলায়।
এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটায় এবং সূর্যাস্ত হয় বিকেল ৬টা বেজে ১৫ মিনিটে। আজ সারাদিন অতি বেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি ছিল। উত্তর থেকে দক্ষিণের ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে বাতাস। বায়ুতে আদ্রতার পরিমাণ গতকালের তুলনায় আজ অনেকটা কম যার সূচক ৩৫ শতাংশ মাত্র। বাঁকুড়ার বায়ুর গুণগতমান আজ মাঝারি রকমের দূষিত, যার সূচক ১১৮।