হোম » ছবি » বাঁকুড়া » আবার গ্রীষ্মের দাপট, তবে কি পার হবে ৪০ ডিগ্রি? হাওয়া অফিস জানালো বিরাট খবর!

Weather Update: আবার গ্রীষ্মের দাপট, তবে কি পার হবে ৪০ ডিগ্রি? হাওয়া অফিস জানালো বিরাট খবর!

  • 16

    Weather Update: আবার গ্রীষ্মের দাপট, তবে কি পার হবে ৪০ ডিগ্রি? হাওয়া অফিস জানালো বিরাট খবর!

    বাঁকুড়া জেলায় শুরু গরমের দ্বিতীয় ইনিংস। পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধি পেতে শুরু করেছে তাপমাত্রা। নায়কের মত যদি বৃষ্টির এন্ট্রি না হয় তাহলে পুড়তে পারে বাঁকুড়া জেলা।

    MORE
    GALLERIES

  • 26

    Weather Update: আবার গ্রীষ্মের দাপট, তবে কি পার হবে ৪০ ডিগ্রি? হাওয়া অফিস জানালো বিরাট খবর!

    আজ সর্বোচ্চ তাপমাত্রা  ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই সর্বোচ্চ তাপমাত্রা আগামিকাল বৃদ্ধি পেয়ে পৌঁছে যাবে ৪৩ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি, এমনটাই আগাম পূর্বাভাস। এখানেই শেষ নয় বাড়তে থাকবে তাপমাত্রা। গরমের প্রথম ইনিংস একেবারেই নাজেহাল করে ছেড়েছিল বাঁকুড়া জেলার মানুষকে। রেকর্ড তাপমাত্রা পৌঁছেছিল বাঁকুড়া জেলায়।

    MORE
    GALLERIES

  • 36

    Weather Update: আবার গ্রীষ্মের দাপট, তবে কি পার হবে ৪০ ডিগ্রি? হাওয়া অফিস জানালো বিরাট খবর!

    তবে এই দ্বিতীয় ইনিংস কিছু কম যায় না, একেবারে ঘাম ছুটে যাচ্ছে সাধারণ মানুষের। ঘাম ছোটার পিছনে কারণ রয়েছে যথেষ্ট। তবে এই শুষ্ক গরম এখন পরিণত হয়েছে গুমোট গরমে।

    MORE
    GALLERIES

  • 46

    Weather Update: আবার গ্রীষ্মের দাপট, তবে কি পার হবে ৪০ ডিগ্রি? হাওয়া অফিস জানালো বিরাট খবর!

    শনিবার বেড়েছিল বায়ুতে আর্দ্রতার পরিমাণ। রোমকূপ দিয়ে ঘাম রূপে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। তৈরি হয়েছে ডিহাইড্রেশন এর আশঙ্কা। এদিন আবারও কিছুটা কমেছে আদ্রতার পরিমাণ। বিশেষজ্ঞরা বাড়ি থেকে পর্যাপ্ত জল নিয়ে বের হতে বলছেন। চোখ মুখ ঢেকেও মিলছে না স্বস্তি।

    MORE
    GALLERIES

  • 56

    Weather Update: আবার গ্রীষ্মের দাপট, তবে কি পার হবে ৪০ ডিগ্রি? হাওয়া অফিস জানালো বিরাট খবর!

    এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটায় এবং সূর্যাস্ত হয় বিকেল ৬টা বেজে ১৫ মিনিটে। আজ সারাদিন অতি বেগুনি  রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি ছিল। উত্তর থেকে দক্ষিণের ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে বাতাস। বায়ুতে আদ্রতার পরিমাণ গতকালের তুলনায় আজ অনেকটা কম যার সূচক ৩৫ শতাংশ মাত্র। বাঁকুড়ার বায়ুর গুণগতমান আজ মাঝারি রকমের দূষিত, যার সূচক ১১৮।

    MORE
    GALLERIES

  • 66

    Weather Update: আবার গ্রীষ্মের দাপট, তবে কি পার হবে ৪০ ডিগ্রি? হাওয়া অফিস জানালো বিরাট খবর!

    হবে হবে করে বৃষ্টির দেখা নেই বাঁকুড়া জেলায়। কবে মিলবে স্বস্তির বৃষ্টি? থেকে যাচ্ছে প্রশ্ন। বাঁকুড়া জেলার প্রত্যেকটি মানুষ এখন এই প্রশ্নটির একটি ইতিবাচক উত্তর শুনতে মুখিয়ে রয়েছে আবহাওয়ার অফিসের থেকে।

    MORE
    GALLERIES