গতকালই প্রবল ঝড়ে বিধ্বস্ত হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা সহ একাধিক জেলায় প্রবল বেগে ঝড় হয়৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও বিকেলের পর থেকে বেশ কয়েকটি জেলায় একই ধরনের দুর্যোগ দেখা দিতে পারে৷
ইতিমধ্যেই আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, বিকেলের মধ্যেই বাঁকুড়া জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
এর পাশাপাশি বিকেলের মধ্যেই মুর্শিদাবাদ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷
গতকাল কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার৷ বিভিন্ন জেলায় দুর্যোগের ফলে অন্তত ৮ জনের মৃত্যুও হয়েছে বলে খবর৷
...