বঙ্গোপসাগর উপরে তৈরি হচ্ছে নিম্নচাপ। আগামী ১ থেকে ২ দিনের মধ্যেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদিও ঘূর্ণিঝড়ের প্রকোপ পশ্চিমবঙ্গে সেভাবে পড়বে না। বরং মেদিনীপুর ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। (প্রতিবেদন: শমিষ্ঠা ব্যানার্জি)
পুনরায় ৪০ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ আশেপাশের এলাকার তাপমাত্রার পারদ বিগত কিছুদিনের তুলনায় বেশ অনেকটাই বেশি থাকবে। বইতে পারে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা যেমন দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। (প্রতিবেদন: শমিষ্ঠা ব্যানার্জি)
বাকি ছয় জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির তেমন কোনও রকমের পূর্বাভাস নেই। আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের ফলে তাপমাত্রার পারদ অনেকটাই বেড়ে থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। (প্রতিবেদন: শমিষ্ঠা ব্যানার্জি)
পুরুলিয়া জেলা জুড়ে অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ। বিগত দিনের তুলনায় তাপমাত্রা পারদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি। বুধবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪১ ডিগ্ৰি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত দিনের তুলনায় অনেকটাই বেশি । তাপমাত্রার পারদ বাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে জেলাবাসীদের মনে। বরাবরই পুরুলিয়া তাপমাত্রার পরও অনেকটাই বেশি থাকে এ বছরও সেই একই গতিতে এগোচ্ছে আবহাওয়া। (প্রতিবেদন: শমিষ্ঠা ব্যানার্জি)