

*পৌষমেলা বন্ধ করার কোনও ইচ্ছা বিশ্বভারতীর নেই। শুক্রবার বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার। তথ্য ওঁ ছবিঃ ইন্দ্রজিত রুজ।


*কর্মসমিতির বৈঠকের বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল, পৌষমেলা হবে না। পৌষমেলা করতে অপারগ বিশ্বভারতী কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। ঐতিহ্যবাহী পৌষমেলা বন্ধ হয়ে যাচ্ছে এমন খবরে শোরগোল পড়ে যায়। সদ্য অনলাইনে একটি বক্তৃতায় BJP-র রাজ্যসভার সাংসদ তথা বিশ্বভারতীর কোর কমিটির সদস্য স্বপন দাশগুপ্ত জানিয়ে দেন পৌষমেলা হচ্ছে ও তা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে হবে।


*এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষ থেকে কর্মী, আধিকারিক, অধ্যাপকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বৈঠকে পৌষমেলা সংক্রান্ত বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে বিশ্বভারতী তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে বলা হয় পৌষমেলা বন্ধ করার কোনও ইচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষের নেই। পর্যাপ্ত সহযোগিতা ও পরিকাঠামো পেলেই পৌষমেলা হবে।


*উল্লেখ্য, একটি খোলা চিঠিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে 'বহিরাগত' বলে উল্লেখ করায় রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। সর্বস্তরে নিন্দার ঝড় উঠেছিল। এই প্রসঙ্গে এদিন প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই বক্তব্যের জন্য অনেকে দুঃখ পেয়েছেন তার জন্য আমরা দুঃখিত ও মর্মাহত।"