1/ 5


বহুদিনের জল্পনার অবসান হতে চলেছে আজই ৷ কিছুক্ষণের মধ্যেই অমিত শাহের সভায় পৌঁছবেন তিনি ৷ প্রথমে সমস্ত সরকারি পদ থেকে ইস্তফা পরে মন্ত্রীসভা থেকে তারপরে বিধায়ক হিসাবে সর্বশেষে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন শাসকদলের এই দাপুটে প্রাক্তন নেতা ৷ ফাইল ছবি ৷
2/ 5


কপালে গেরুয়া তিলক কেটে কাঁথির বাড়ি থেকে ইতিমদ্যেই যাত্রা শুরু করেছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী ৷ ফাইল ছবি ৷
3/ 5


জানতে পারা িগয়েছে অমিত শাহের হাত থেকেই বিজেপির পতাকা তুলে নেবেন এবং বিজেপিতে যোগদান করবেন তিনি ৷ ফাইল ছবি ৷
4/ 5


মঞ্চে তাঁক অভ্যর্থনা জানাবেন মুকুল রায় ৷ শাহি সভার প্রথম বক্তা শুভেন্দু অধিকারী ৷ পরবর্তীকালে অন্য নেতারা বক্তব্য রাখবেন ৷ সর্বশেষে বক্তব্য রাখবেন অমিত শাহ ৷ ফাইল ছবি ৷