

ঝড় তুলে গিয়েছেন অমিত শাহ। বোলপুরে তাঁর রোড শো-এ ভিড়ের ছবিটাই বিজেপির শক্তি প্রদর্শনের অস্ত্র হয়ে উঠেছে। ভিড় নিয়ে মমতা-অনুগত অনুব্রত অবশ্য বলেছেন, বহিরাগতের মেলা। কিন্তু এখানেই থামছে না তৃণমূল। বিজেপিকে পাল্টা জবাব দিতে এবার বোলপুর যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


সূত্রের খবর, অমিত শাহের যাত্রাপথেই ২৯ ডিসেম্বর রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল বলছে, চৌরাস্তা থেকে ডাকবাংলো মোড়ের এই শো তৃণমূলের পাল্টা শক্তি প্রদর্শন। পিটিআই


বাঙালির মনীষী আবেগকে সামনে রেখে ভোটের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। কিন্তু তাতে বুমেরাংও হয়েছে। বারবার সামন এসেছে ভ্রান্তিমূলক তথ্য। উদাহরণ,রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতন। বিজেপির এই ভুলচুকই অস্ত্র তৃণমূলেরই। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই বলেন রবীন্দ্রনাথকে তুলে ধর রাঙামাটির মানুষদের নিয়ে মিছিল হবে। পাশাপাশি তিনি বিজেপির জন্মস্থান নিয়ে ভণ্ডুলটিকেও চোখে আঙুল দিয়ে দেখান, কটাক্ষ করেন বিজেপি নেতার জাতীয় সঙ্গীত বদলের মনবাঞ্ছা নিয়েও।


প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের উবাচে রাঙামাটির মানুষ শব্দটিও প্রণিধানযোগ্য। শাহি শো নিয়ে তৃণমূল বারবার অভিযোগ করছিল লোক এসেছে বাইরে থেকে। এমনকি ভিন রাজ্য থেকেও লোক এনে ভিড় করা হয়েছে। অনুব্রত প্রশ্ন তুলেছিলেন জেলার লোক কই? তৃণমূল জবাবী শো-এ জেলার লোককেই সামনে রাখতে চাইছে।