

#মালদহ: বিজেপি নেতার পেট্রোলপাম্পের সামনে বিক্ষোভ তৃণমূলের। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে তৃণমূল যুব কংগ্রেস। মালদহ শহরের যদুপুর এলাকায় পেট্রোল পাম্পে বিক্ষোভ। একইসঙ্গে ৩৪ নম্বর জাতীয় সড়কে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করে যুব তৃণমূল কর্মীরা। পথচলতি সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রচার চালানো হয়। তৃণমূলের এই আন্দোলনকে ঘিরে ভোটের আগে মালদহে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


গত কয়েক মাসে বারবারই লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে পেট্রোপণ্যের। তৃণমূল নেত্রী সোমবারই অভিযোগ করেন, বিজেপি সরকার সাত থেকে আটবার পেট্রোপণ্যের দাম বাড়িয়েছে। এর ওপর বাজেটে পেট্রোপণ্যের উপর সেস বসানো নিয়ম আগেই সরব হয় তৃণমূল। আর এদিন মালদহে আন্দোলনে নেমে পড়ে যুব তৃণমূল। দুপুর নাগাদ মালদহের নিয়ন্ত্রিত বাজারের কাছে মালদহ জেলা পরিষদের বিজেপি সদস্য উজ্জ্বল চৌধুরীর পেট্রলপাম্পের সামনে জড়ো হন যুব তৃণমুলের নেতাকর্মীরা। নেতৃত্বে ছিলেন জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস।


পেট্রোল পাম্পের ঢোকার মুখ আটকে চলে বিক্ষোভ, স্লোগান। আচমকা পেট্রলপাম্পে তৃণমূলের পতাকা হাতে এমন নজির বিহীন আন্দোলনের জেরে এলাকায় হইচই পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজ বাজার থানার পুলিশ। বিক্ষোভকারী তৃণমূল নেতারা দাবি করেন, বিজেপি সরকারের জন বিরোধী নীতির ফলে পেট্রোপন্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি হয়েছে । যার রেশ এসে পড়ছে মধ্যবিত্তের হেঁসেলে । অথচ কোনো হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের ।


রান্নার গ্যাসের মূল্য প্রায় এক হাজার হতে চলেছে । পেট্রোলের দাম প্রায় ৯০ টাকা ছুঁতে চলেছে । তাই পেট্রোল পাম্পে আসা লোকজনকে সচেতন করতেই পেট্রোল পাম্পের সামনে আন্দোলন করা হয় বলে দাবি করেছেন জেলা তৃনমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস । যদিও তৃনমূলের আন্দোলনকে কটাক্ষ করে বি,জে,পি নেতৃত্বের পাল্টা দাবি তৃনমূলের রাজনৈতিক কোনো ইস্যু নেই । রাজ্য সরকারের দূর্নীতি ও ব্যর্থতা নিয়ে সাধারন মানুষ ক্ষোভে ফুসছেন তাই নজর ঘোরাতে পেট্রোল পাম্পে গিয়ে আন্দোলন করা হচ্ছে। Input-Sebak DebSarma