কিন্তু বাঘটিকে খাঁচা বন্দি করার জন্য তিনটি পয়েন্টে খাঁচা পাতা হয় আর তাতেই রাতেই বন দপ্তরের পাতা ফাঁদে ধরা দিল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। ওই গ্রামের ঠিক উল্টো দিকে আজমলমারি জঙ্গলের দিকে পাতা হয়েছিল ৩ খাঁচা। খাবারের লোভে সেখানে এসেই ধরা পড়েছে মহারাজ।স্বস্তি গ্রামবাসীদের ও বন কর্মকর্তাদের। বাঘটিকে আজমল বাড়ির জঙ্গল থেকে নিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বনদফতর সূত্রের খবর। Input- Arpan Mandal