সকাল থেকে আকাশ পরিষ্কার ছিল৷ কেউ কেউ তো শরতের রোদ দেখতে পাচ্ছিলেন৷ কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতেই তুমুল ঝড়বৃষ্টি হাওড়া-হুগলির একাংশে৷ সঙ্গে ঝোড়ো হাওয়া৷
2/ 5
তবে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাপমাত্রা কিছুটা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি।
3/ 5
আজ দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতায়৷ তবে এই বৃষ্টিপাতও বিক্ষিপ্ত বৃষ্টিপাতই হতে চলেছে৷ অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ি আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে৷
4/ 5
হাওড়া-হুগলি ছাড়াও নদিয়া ও উত্তর ২৪ পরগনায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা৷
5/ 5
তবে আপেক্ষিক আদ্রর্তার সর্বোচ্চ পরিমাণ ৮২ শতাংশ৷ তাই এর জেরে বৃষ্টি না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফিল লাইক তাপমাত্রা সেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই হয়ে যাবে৷