উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বুধ ও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে সিকিমেও।