কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ মানুষজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির আপাতত বিরতি। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। দেশজুড়ে বাড়বে মৌসুমি বায়ুর প্রভাব। পূর্ব-পশ্চিম অক্ষরেখা নীচের দিকে নেমে যাওয়ায় উত্তরবঙ্গে সাময়িক ভাবে বৃষ্টি কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।
এই মুহূর্তে পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে হরিয়ানা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এটি উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এই রেখা নীচের দিকে নামার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, কমবে উত্তরবঙ্গের বৃষ্টি। অন্যদিকে পশ্চিমী হাওয়া সক্রিয় হচ্ছে। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয় আছে।ক
আগামী কয়েকদিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। রাজধানী দিল্লি-সহ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায়। আগামী কয়েক দিন প্রবল বৃষ্টি হবে কঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছ এবং মুম্বাইসহ মহারাষ্ট্রের বেশ কিছু এলাকায়। ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বিহার ঝাড়খন্ড ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।