বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি পরিমানে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস-এর মধ্যে ঘোরাফেরা করবে। আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৫ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২.৯ মিলিমিটার।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মূলত মেঘলা আকাশ । দু-তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ঝাড়খন্ড সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। হালকা-মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে। বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে।
উত্তরবঙ্গে বুধবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আগামিকাল, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। বুধবার সেই বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে।