শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। ৫০ কিলোমিটার পর্যন্ত খাওয়ার গতিবেগ হতে পারে কলকাতাতে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী দুদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও পরবর্তী দুদিনে কলকাতা তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
রবিবারেও উত্তরের আট জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বজবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোম ও মঙ্গলবারেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সোমবারে দমকা ঝড় হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং মঙ্গলবারে দমকা ঝড়ো হাওয়া ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।