

দক্ষিণ কলকাতায় ক্ষমতা কুক্ষিগত হয়ে আছে বলে আগেই আক্রমণ করেছিলেন৷ এবার নাম না করেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডেকেও দলে টানার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী৷ উত্তর কলকাতা এবং হাওড়ার দুই মন্ত্রীর উদ্দেশে শুভেন্দুর বার্তা, উত্তর কলকাতা ও হাওড়াকে বলব সঙ্গ দিন৷


রবিবার দাঁতনে রোড শো এবং জনসভা করেন শুভেন্দু অধিকারী৷ সেই সভা থেকে ফের একবার দক্ষিণ কলকাতাতেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ তুলেছেন শুভেন্দু৷ তাঁর অভিযোগ, দক্ষিণ কলকাতার বাসিন্দা শাসক দলের নেতাদেরই মন্ত্রী, সাংসদ করা হচ্ছে৷ শুভেন্দু বলেন, 'তৃণমূলের বাইশটা এমপি-র এগারো জনের ওখানে বাড়ি৷ চল্লিশটা মন্ত্রীর আঠারো জন ওখানকার বাসিন্দা৷ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, পঞ্চায়েতমন্ত্রী, পুর ও নগরোন্নয়নমন্ত্রী- সবাই ওখানকার বাসিন্দা৷ আমরা বানের জলে ভেসে এসেছি না?'


এর পরেই ইঙ্গিতপূর্ণ ভাবে শুভেন্দু বলেন, 'উত্তর কলকাতাকে পুরোন কলকাতাকে বলব সঙ্গ দিন৷ আপনার জেলা, বাটখারা মন্ত্রী পেয়েছে৷ হাওড়াকে বলব পাঁচশো বছরের প্রাচীন শহর সঙ্গ দিন৷ সমবায় মন্ত্রী করেছিল পরে বনমন্ত্রী করেছে৷' রাজীব বন্দ্যোপাধ্যায়কে কেন অনগ্রর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী করা হয়েছিল, তা নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু৷


রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সাধন পান্ডে- দু' জনকেই সাম্প্রতিক কালে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে৷ রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দু' দফায় বৈঠকও হয়েছে৷ তার পরেও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থেকেছেন রাজীব৷