

শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় মোতায়েন করা হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সোমবার তাঁর নিরাপত্তায় শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছিল আগেই পশ্চিমবঙ্গে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ, সেচ ও জলপথ উন্নয়ন দফতরের মন্ত্রী। Info and Photo- Abir Ghosal


শুধু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই নন, শুভেন্দুর নিরাপত্তায় এ দিন একটি বুলেট প্রুফ গাড়িও পাঠানো হয়েছে৷ মাওবাদী হামলার নিশানায় থাকার কারণেই শুভেন্দুকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ রাজ্যের বাইরে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাবেন শুভেন্দু৷ Info and Photo- Abir Ghosal


গত শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপি-তে যোগ দেন শুভেন্দু৷ সূত্রের খবর, তার আগেই তাঁর কাছে কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে৷ কিন্তু বিজেপি-তে যোগ দেওয়ার আগে তিনি কেন্দ্রীয় বাহিনী নেবেন না, এই নীতিগত কারণেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন শুভেন্দু৷ Info and Photo- Abir Ghosal


অবশেষে এ দিন সকালে শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এ দিন সকালেই বিধানসভায় যাওয়ার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী৷ জেড ক্যাটেগরির নিরাপত্তা নিয়েই রওনা দেন তিনি৷ শুভেন্দু নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর মহিলা জওয়ানরাও থাকতে পারেন বলে খবর৷ Info and Photo- Abir Ghosal


এ দিন অবশ্য কলকাতা আসার সময় বুলেট প্রুফ গাড়িতে ওঠেননি শুভেন্দু৷ বদলে নিজের কালো স্করপিও-তেই ওঠেন বিজেপি নেতা৷ যদিও বুলেট প্রুফ গাড়িটি তাঁর কনভয়ের সঙ্গেই থাকছে৷