

বুধবারই তাঁর নিজের গড় কাঁথিতে সভা করেছিল তৃণমূল৷ সেই সভা থেকে তাঁকে তীব্র আক্রমণ করেছিলেন সৌগত রায় ও ফিরহাদ হাকিম৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যেই কাঁথিতে নিজের শক্তির পরিচয় দিলেন শুভেন্দু অধিকারী৷ বিজেপি নেতার রোড শো এবং সভাকে কেন্দ্র করে এ দিন কাঁথিতে দেখা গেল জনজোয়ার৷ ভিড় দেখে শুভেন্দুর হঙ্কার, তৃণমূল চেষ্টা করলেও তাঁকে পূর্ব মেদিনীপুরে আটকে রাখতে পারবে না৷


বিজেপি-তে যোগদানের পর এ দিন প্রথমবার নিজের জেলায় কোনও কর্মসূচিতে অংশ নিলেন শুভেন্দু অধিকারী৷ তার উপর এ দিনের সভা ছিল শুভেন্দুর নিজের শহর কাঁথিতে৷ স্বভাবতই এ দিন শুভেন্দুর রোড শো ও সভাকে ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ ছিল তুঙ্গে৷Info and Photo-Sujit Bhowmik


শুভেন্দুর রোড শো-কে কেন্দ্র করে এ দিন জনস্রোত দেখা যায় কাঁথিতে৷ প্রায় চার কিলোমিটার পথে রোড শো করেন শুভেন্দু৷ কিন্তু মানুষের প্রবল ভিড়ে বার বার থমকে যায় তাঁর গাড়ি৷ আশেপাশের বাড়ির ছাদ থেকে শুভেন্দুকে লক্ষ্য করে পুষ্পবৃষ্টি করা হয়৷ জনতার বিপুুল সাড়া দেখে উৎসাহিত শুভেন্দু বলেন, 'হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে৷'Info and Photo-Sujit Bhowmik


একই সঙ্গে এ দিন পাল্টা সৌগত রায় এবং ফিরহাদ হাকিমকেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী৷ পাশাশি তিনি বলেন, 'ওঁরা বার বার এখানে এসে চেষ্টা করছে যাতে আমি পূর্ব মেদিনীপুরে আটকে থাকি৷ কিন্তু লাভ হবে না৷ আমাকে এখানে আটকে রাখা যাবে না৷ আমি গোটা বাংলার৷' শুভেন্দুর আরও দাবি, দলের অনুমতি পেলেই খুব শিগগিরই তিনি গোটা রাজ্য জুড়ে প্রচার শুরু করবেন৷Info and Photo-Sujit Bhowmik


এ দিন অমিত শাহের সুরে শুভেন্দুও দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ২০০-র বেশি আসন পাবে বিজেপি৷ দ্বিতীয় হবে তৃণমূল৷ আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রত্যেক বছরই ওই দিনে নন্দীগ্রামে যান শুভেন্দু অধিকারী৷ এ দিন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'নন্দীগ্রামটা ভারতবর্ষের মধ্যেই আর আমি বহিরাগত বলব না৷''Photo Source: TwitterInfo and Photo-Sujit Bhowmik