

অপেক্ষার অবসান ৷ নন্দীগ্রাম আন্দোলনের কাণ্ডারী জার্সি বদলে এখন বিজেপিতে ৷ ভোট ময়দানে বড়সড় পালাবদল ৷ তৃণমূলের সঙ্গে ২১ বছরের পুরনো সম্পর্ক ছেদ করে ভোট ময়দানে দলবদল শুভেন্দু অধিকারীর ৷ দিলীপ ঘোষের হাত ধরে মঞ্চে ওঠার পর শুভেন্দুর হাতে পতাকা তুলে দেন খোদ বিজেপি সেনাপতি অমিত শাহ ৷ তথ্য- সুজিত ভৌমিক


মা গায়ত্রীদেবী এবং বাবা শিশির অধিকারীকে প্রনাম করে, কপালে গেরুয়া তিলক লাগিয়ে নতুন ইনিংসের সূচনায় এদিন "শান্তিকুঞ্জ" থেকে মেদিনীপুর রওনা দেন শুভেন্দু অধিকারী তথ্য- সুজিত ভৌমিক


রাজনীতিতে নতুন ইনিংসের সূচনায় পরনের পোষাকে কোন বদল নেই শুভেন্দু অধিকারীর। ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুলে যোগদান করতে যাওয়ার পথে নন্দীগ্রাম আন্দোলনের নেতা শুভেন্দু অধিকারী নিজের চেনা রাস্তা কাঁথি- এগরা-বেলদা-খড়্গপুরের রাস্তা ধরেই মেদিনীপুর আসেন। তথ্য- সুজিত ভৌমিক


শনিবার গেরুয়া তিলক পরে নিজের বাড়ি থেকে বের হন শুভেন্দু। পরনে ছিল নিজের পছন্দের পোশাক পায়জামা-পাঞ্জাবি ও হাফ জ্যাকেট। শুভেন্দু নতুন ইনিংসে যে শুভেন্দু স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে চলেছেন তা শুভেন্দুর হাসি দেখেই স্পষ্ট। তথ্য- সুজিত ভৌমিক


পঞ্জিকা মতে বেলা এগারটার পর বাড়ি থেকে বের হন শুভেন্দু। অন্যান্য দিনের মতো বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়েছিল কালো স্করপিও গাড়ি। বাড়ি থেকে বের হয়ে হাসিমুখে সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নেড়ে গাড়িতে উঠে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু অধিকারী। তথ্য- সুজিত ভৌমিক