

গড়বেতায় ক্ষুদিরাম বসুর জন্মদিন উদযাপন করতে গিয়ে ঘুরিয়ে লড়াইয়ের বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী৷ দাবি করলেন, আদর্শের জন্যই লড়ছেন তিনি৷ তাতে কারও কারও অসুবিধা হচ্ছে৷ তিনি রাস্তায় নেমেছেন বলে ফ্ল্যাটবাড়ির বাসিন্দাদের অসুবিধা হচ্ছে বলেও কটাক্ষ করতে শোনা যায় শুভেন্দু অধিকারীকে৷Info & Photo-Sujit Bhowmik


এ দিন সকালে প্রথমে পূর্ব মেদিনীপুরের তমলুকে ক্ষুদিরাম বসুর জন্মদিন উদযাপন করেন শুভেন্দু অধিকারী৷ এর পর দুপুরে তিনি যান পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে৷ সেখানে ক্ষুদিরাম বসুর জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, কোনও কোনও সংবাদমাধ্যমে বলছে আমি নাকি কমফোর্ট জোনে থেকে রাজনীতি করছি৷ পান্তাভাত, মুড়ি খাওয়া ছেলেটা আজকে আদর্শের জন্য লড়ছে৷ ২০১১ সালের আগে গড়বেতায় আমি সবথেকে বেশি আসতাম৷ এখন ফ্ল্যাটবাড়িতে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে গ্রামের ছেলে রাস্তায় নামায়৷৷ আমি এখন আদর্শ রক্ষার লড়াই করছি৷ আশা করি আপনারা সঙ্গে থাকবেন৷'Info & Photo-Sujit Bhowmik


অরাজনৈতিক মঞ্চ থেকে শুভেন্দুর এই বার্তা যথেষ্ট অর্থবহ বলেই মনে করা হচ্ছে৷ এ দিন সকালেও তমলুকে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেছিলেন, 'আমাদের সংবিধানেই বলা আছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল৷ আমি বাংলার সন্তান (সন অফ বেঙ্গল), ভারতবর্ষের সন্তান (সন অফ ইন্ডিয়া)৷'Info & Photo-Sujit Bhowmik


গত মঙ্গলবার রাতে কলকাতায় শুভেন্দুর সঙ্গে আলোচনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর৷ বৈঠকে উপস্থিত ছিলেন দুই সাংসদ সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ এই বৈঠকের শেষ দিকে ফোনে শুভেন্দুর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ বৈঠকের পরেই তৃণমূলের তরফে দাবি করা হয়, দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সব সমস্যা মিটে গিয়েছে, তিনি দলেই থাকছেন৷Info & Photo-Sujit Bhowmik


কিন্তু বুধবার সকালেই ফের নাটকীয় পট পরিবর্তন হয়৷ সৌগত রায়কে হোয়াটসঅ্যাপ বার্তায় শুভেন্দু অভিযোগ করেন, তাঁর সমস্ত বক্তব্য বা অভিযোগের মীমাংসা না করেই একতরফা ভাবে তৃণমূলের তরফে বৈঠক সফল বলে দাবি করা হয়েছে৷ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর যে থাকবেন তা তাঁকে জানানো হয়নি বলেও অভিযোগ করেন শুভেন্দু৷ ফলে এর পর আর তৃণমূলে থেকে একসঙ্গে কাজ করা সম্ভব নয় বলে হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়ে দেন প্রাক্তন পরিবহণমন্ত্রী৷Info & Photo-Sujit Bhowmik


শুভেন্দুর এই অনড় অবস্থানে তৃণমূলের অস্বস্তি আরও অনেকটাই বেড়ে যায়৷ অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর সৌগত রায়ও শুভেন্দুকে হোয়াটসঅ্যাপ বার্তার পাল্টা জবাব দিয়েছেন৷ সেখানে স্পষ্ট বলা হয়েছে, বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছিল তাতে সম্মত হয়েছিলেন শুভেন্দু৷ সেটুকুই সংবাদমাধ্যমে জানানো হয়েছে৷ এখন তিনি অবস্থান বদলালে দলের কিছু করার নেই৷Photo-File