

এবার সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায়কে বিজেপি-তে যোগ দেওয়ার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী৷ একই সঙ্গে তৃণমূলের উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের নামও শোনা গিয়েছে শুভেন্দুর গলায়৷


রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের বিচ্ছেদের সম্ভাবনা সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ দলের সঙ্গে দূরত্ব বাড়ালেও নিজের অবস্থান নিয়ে ধোঁয়াশা রেখেছেন রাজ্যের বনমন্ত্রী৷ সেই সুযোগ কাজে লাগিয়েই রাজীবকে দলে টানার চেষ্টা করলেন বিজেপি নেতা শুভেন্দু৷


বুধবার চন্দননগরে জনসভা থেকে শুভেন্দু বলেন, 'রাজীব বন্দ্যোপাধ্যায় এখন বেসুরো৷ আজ সকালে টিভিতে দেখলাম প্রবীর ঘোষালও বেসুরো৷ সবাইকে বলছি কর্মচারী হিসেবে থাকতে চাইলে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে থাকুন৷ আর সহকর্মী, সহযোদ্ধা, রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করতে চাইলে বিজেপি-তে আসুন৷ '


একই সঙ্গে তৃণমূলের অস্বস্তি বাড়াতে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলের প্রসঙ্গও টেনেছেন শুভেন্দু৷ শুভেন্দুর দাবি, রবীন্দ্রনাথবাবুর ছেলে তুষার বিজেপি-তে যোগ দেবেন বলে তাঁকে কথা দিয়েছেন৷


শুভেন্দুর এই দাবির কথা পুরোপুরি অস্বীকার করেননি রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ তিিন বলেন, 'আমার ছেলে তাঁর নিজের ইচ্ছায় স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিয়েছে৷ এ বিষয়ে আমার কিছু বলার নেই৷ তবে আমার সঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও কথা হয়নি৷'