

আজ, মঙ্গলবার তাঁর জন্মদিন৷ হলদিয়ার অরাজনৈতিক সভা থেকে রাজনৈতিক আক্রমণ যেমন শানিয়েছেন, সেরকমই নিজের ব্যক্তিগত জীবন নিয়েও নিজে থেকেই মুখ খুললেন শুভেন্দু অধিকারী৷ নিজেই জানালেন, ভাইরা বিয়ে করলেও কেন তিনি অকৃতদার৷


এ দিন হলদিয়ায় স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের ১২১ তম জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন শুভেন্দু অধিকারী৷ সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একেবারে শেষ দিকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন শুভেন্দু৷ তিনি জানিয়েছেন, সতীশ সামন্ত, সুশীল ধারার মতো স্বাধানতা সংগ্রামীদের জীবন আদর্শে উদ্বুদ্ধ হয়েই অকৃতদার জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷


নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, 'আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার বাবা-মাকে সুস্থ রাখার কর্তব্য নিশ্চয়ই আমার৷ কিন্তু শুভেন্দুর পরিবার ওই ছোট্ট পাঁচ জন, সাত জন, আট জনের পরিবার নয়৷ শুভেন্দুর পরিবার বাংলা, বাঙালি পরিবার৷ পান্তা ভাত খাওয়া গ্রামের লোকের পরিবার৷ আগামীর লড়াইতে গ্রাম জিতবে, জেলা জিতবে৷ সতীশ সামন্তরা পথ দেখিয়েছেন, সেই পথেই শুভেন্দু হাঁটবে৷ 'File Photo


বরাবরই শুভেন্দু অধিকারীর মুখে পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের মতাদর্শের কথা শোনা গিয়েছে৷ এ দিনও তাঁর মুখে বার বার সেই কথাই শোনা গিয়েছে৷ উঠে এসেছে তাম্রলিপ্তে জাতীয় সরকার গঠনের ইতিহাস৷ এমন কি, জাতীয় সরকার গঠনের সেই লড়াইয়ের সঙ্গে নন্দীগ্রাম আন্দোলনের তুলনাও টেনেছেন শুভেন্দু অধিকারী৷ ৷ Photo-File