

নিজের গড় কাঁথি থেকে অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনেই জিতবেন বলে নিজের পুরোন দল তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী৷ একই সঙ্গে তিনি বলেন, পদ্ম ফুটিয়েই ঘুমোতে যাব৷ Info and Photo- Abir Ghosal/Sujit Bhowmik


বিজেপি-তে যোগদানের পর এ দিন প্রথমবার নিজের জেলায় কোনও কর্মসূচিতে অংশ নিলেন শুভেন্দু অধিকারী৷ তার উপর এ দিনের সভা ছিল শুভেন্দুর নিজের শহর কাঁথিতে৷ স্বভাবতই এ দিন শুভেন্দুর রোড শো ও সভাকে ঘিরে রাজনৈতিক মহলের আগ্রহ ছিল তুঙ্গে৷ ভিড় দেখে উজ্জীবীত শুভেন্দু বলেন, জনগণ তাঁর সিদ্ধান্তে যে সিলমোহর দিয়েছে তা তিনি বুঝে গিয়েছেন৷ Info and Photo- Abir Ghosal/Sujit Bhowmik


এ দিনের সভা থেকে শুভেন্দু বার বারই বুঝিয়েছেন, দুঃসময়ে তাঁকেই তৃণমূলের প্রয়োজন হয়েছে৷ ১৯৯৮ হোক বা ২০০৪, দল তৈরি হওয়ার পর একাধিক নির্বাচনে তিনি দলের মুখরক্ষা করতে লড়াউয়ে রাজি হয়েছেন বলেও মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু৷ কটাক্ষের সুরে বলেছেন, উপনির্বাচনে চন্দ্রিমা ভট্টাচার্যকে জেতাতেও কিলোমিটারের পর কিলোমিটার হেঁটেছেন৷ আবার সৌগত রায়কে জেতাতে বনগাঁতেও যেতে হয়েছে তাঁকে৷ বৃহস্পতিবার ফিরহাদ হাকিম এবং সৌগত রায় কাঁথিতে গিয়ে সভা করে শুভেন্দুকে আক্রমণ করেছিলেন৷ এ দিন তার জবাবও দিয়েছেন বিজেপি নেতা৷ একই সঙ্গে শুভেন্দুর দাবি, গত লোকসভা নির্বাচনে শিশির অধিকারী না দাঁড়ালে কাঁথিতেও হারতে হত তৃণমূলকে৷ Info and Photo- Abir Ghosal/Sujit Bhowmik


রাজ্যে যে বিজেপি ক্ষমতায় আসছে, তা ফের দাবি করেছেন শুভেন্দু৷ একই সঙ্গে অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি আসনেই জেতার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি৷ শুভেন্দু বলেন, লোকসভা নির্বাচনের নিরিখে ১৪টি আসনে এগিয়ে ছিল বিজেপি৷ শুভেন্দু বলেন, 'গোপীবল্লভপুরের দিলীপ ঘোষের সঙ্গে কাঁথির শুভেন্দু অধিকারী হাত মিলিয়েছেন৷ যেতে আপনাদের হবেই৷' Info and Photo- Abir Ghosal/Sujit Bhowmik


এ দিনও শুভেন্দুর বক্তব্যে কখনও সরাসরি কখনও আবার পরোক্ষে তৃণমূলনেত্রীর দিকে আঙুল তুলেছেন৷ তিনি বলেন, দক্ষিণ কলকাতার চার- পাঁচজনের কাছেই চল্লিশটা দফতর রয়েছে৷ বিজেপি নেতা বলেন, 'এই লড়াই গ্রামের সঙ্গে দক্ষিণ কলকাতার চার-পাঁচটা লোকের৷ তাঁদের হাতেই চল্লিশটা দফতর রয়েছে৷ সবে তো ট্রেলার দেখাচ্ছি, এর পর সিনেমা বাকি রয়েছে৷' হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, আদর্শ আচরণবিধি লাগু হলেই আসল খেলা দেখাবেন তিনি৷ Info and Photo- Abir Ghosal/Sujit Bhowmik


কাঁথির সভা থেকে ফের একবার ভাইপো প্রসঙ্গ টেনে এনেছেন শুভেন্দু৷ তাঁর অভিযোগ, কাঁথিকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হয় না৷ প্রতিশ্রুতি দিলেও হয়নি মেডিক্যাল কলেজ৷ কিন্তু 'ভাইপোর'-এলাকা ডায়মন্ড হারবারে জোড়া মেডিক্যাল কলেজ হয়েছে৷ Info and Photo- Abir Ghosal/Sujit Bhowmik