

গরু, বালি, কয়লা, পাথর- সবকিছুই পাচার হয়ে গিয়েছে৷ এবার ভোটে জিতলে কিডনি পাচার শুরু করবে তৃণমূল৷ কেতুগ্রামের সভা থেকে এ ভাবেই নিজের পুরোন দলকে বিঁধলেন শুভেন্দু অধিকারী৷ Photo-File


পুরোন দলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, 'গরু পাচার হয়ে গেছে ধরাও পড়ে গেছে৷ অমিত শাহজি টাইট দিয়ে দিয়েছেন৷ রাস্তায় রাস্তায় তোলা তুলছে৷ পাথর, বালি, গরু, কয়লা সমস্ত পাচার হয়ে গেছে৷ এবার যদি জিততে পারে কিডনি পাচার বাকি আছে৷ এবার এদের বিসর্জন দিতে হবে৷'


শুভেন্দু অভিযোগ করেছেন, তৃণমূল এখনও কোম্পানিতে পরিণত হয়েছে৷ দু'- একজনের কথাতেই দল চলছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু৷ তাঁর দাবি আত্মসম্মান নিয়ে কেউ তৃণমূলে থাকতে পারবেন না৷


একই সঙ্গে এ দিন ফের তোলাবাজ ভাইপো-র প্রসঙ্গও তুলেছেন শুভেন্দু৷ তিনি বলেন বিজেপি-তে যোগ দেওয়ার আগে অমিত শাহ, জে পি নাড্ডার মতো বিজেপি-র শীর্ষ নেতৃত্বের কাছে তিনি একটাই শর্ত দিয়েছেন, 'বিজেপি-তে যোগ দেওযার জন্য দেওয়ার আগে একটাই শর্ত দিয়েছি, তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলাকে বাঁচান৷'


যদিও শুভেন্দুকে জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ শুভেন্দুকে নীতিহীন বলে অভিযোগ করে তিনি পাল্টা বলেন, কিডনি পাচারের মতো কাজ বিজেপি-ই করে৷ সৌগত রায় বলেন, তৃণমূলের থেকে সমস্ত সুবিধা নিয়ে এখন এই ধরনের নোংরা অভিযোগ করছেন শুভেন্দু৷