

এক সুশান্তের হাতে জীবন্ত হয়ে উঠলেন আরও এক সুশান্ত! প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মোমেরমূর্তি গড়লেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়৷ অতীতেও একাধিক বিখ্যাত ব্যক্তিত্বের মোমের মূর্তি গড়েতাক লাগিয়ে দিয়েছেন তিনি৷ এবার সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে কোনও বরাত ছাড়াই সুশান্ত সিং রাজপুতেরমূর্তিটি তৈরি করেছেন শিল্পী৷ ছবি- দীপক শর্মা


দেশবাসী অচিরেই হারিয়েছে এসএসআর অর্থ্যাৎ সুশান্ত সিং রাজপুতকে। তাঁর মৃত্যু রহস্যের কিনারা এখনও হয়নি। তারমধ্যে সুশান্ত সিং এর মোমের মূর্তি উন্মোচন হল আসানসোলে। আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় প্রয়াত অভিনেতার মোমের মূর্তি তৈরি করার পর মূর্তিটি তাঁর ওয়াক্স মিউজিয়ামে এনে রাখেন। ছবি- দীপক শর্মা


আসানসোলের মিউজিয়ামে সুশান্তের সিং রাজপুতের মূর্তির দেখতে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে৷ প্রয়াত শিল্পীর মূর্তির সঙ্গে সেলফিও তুলছেন কেউ কেউ৷ ছবি- দীপক শর্মা


শিল্পী সুশান্ত রায় বলেন ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমা দেখার পর আমি অভিনেতার গুনমুগ্ধ হয়ে পড়ি। আমার মেয়ে সুশান্ত সিং খুব বড় ভক্ত। কিন্তু হঠাত করেই তাঁর মৃত্যুতে আমরা সবাই খুব কষ্ট পাই। তারপরেই অভিনেতাকে স্মৃতিতে রাখতে, তাঁর প্রতি সম্মান জানাতে মোমের মূর্তিটি তৈরি করি। গত দেড় মাসের প্রচেষ্টায় ৫ ফুট ১০ ইঞ্চির এই মূর্তিটি পূর্ণাঙ্গরূপ পেয়েছে। মোমশিল্পী বলেন দেশবাসীর সঙ্গে আমিও চাই তাঁর অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক।ছবি ও তথ্য- দীপক শর্মা


উল্লেখ্য আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এর আগে বহু বিখ্যাত ব্যক্তির মোমের মূর্তি তৈরি করেছেন। কলকাতার নিউটাউনে মাদার ওয়াক্স মিউজিয়ামের বেশিরভাগ মোমের মূর্তি তাঁরই তৈরি। রাজস্থানের ওয়াক্সমিউজিয়ামেও তাঁর তৈরি মূর্তি রয়েছে। ইতিমধ্যেই জ্যোতি বসু, অমিতাভ বচ্চন, প্রনব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী মোদি ও তাঁর মায়ের মূর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, কপিল দেব, সচিন, সৌরভ, করুণানিধি, ফুটবলার শৈলেন মান্না, উত্তম-সূচিত্রা, মান্না দে, রোনাল্ডো, মারাদোনা সহ বহু বিখ্যাতদের মূর্তি তিনি তৈরি করেছেন। ছবি ও তথ্য- দীপক শর্মা