Amphan Cyclone| সুপার সাইক্লোনের প্রমাদ গুনছে সুন্দরবন! আমফান ঠিক কবে আছড়ে পড়তে পারে?
সাইক্লোনটি আগামী ২০ মে বিকেলে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে৷ তাঁর কথায়, 'এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে, ১৫০ কিমি প্রতি ঘণ্টায় গতিতে সুন্দরবনে আছড়ে পড়বে আমফান৷ আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াতে পারে আমফান৷'


২০০৯ সালে ঘূর্ণিঝড় আয়লা তছনছ করে দিয়েছিল সুন্দরবন৷ একই রকম ভাবে সুপার সাইক্লোন আমফানের আগমনেও কাঁপছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন৷ ভারতীয় হাওয়া অফিস জানাচ্ছে, সুপার সাইক্লোন আমফানের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও বাংলাদেশ লাগোয়া সুন্দরবন অঞ্চল৷ IMD-র পূর্বাভাস, সুন্দরবন-সহ পশ্চিমবঙ্গের স্থলভাগে আমফান ঢুকতে পারে ২০ মে৷


UNESCO-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় থাকা সুন্দরবন অঞ্চল আয়লার সময়েও চরম ক্ষতিগ্রস্থ হয়েছিল৷ IMD স্পষ্ট জানাচ্ছে, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চালাবে এই সুপার সাইক্লোন৷


আইএমডি কলকাতার ডিরেক্টর জি সি দাস জানাচ্ছেন, আমফান সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি করবে৷ সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি৷


সাইক্লোনটি আগামী ২০ মে বিকেলে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে৷ তাঁর কথায়, 'এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে, ১৫০ কিমি প্রতি ঘণ্টায় গতিতে সুন্দরবনে আছড়ে পড়বে আমফান৷ আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াতে পারে আমফান৷'


সাইক্লোনটি আগামী ২০ মে বিকেলে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে৷ তাঁর কথায়, 'এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে, ১৫০ কিমি প্রতি ঘণ্টায় গতিতে সুন্দরবনে আছড়ে পড়বে আমফান৷ আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়াতে পারে আমফান৷'


আমফান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গরুমারা দ্বীপ, কাকদ্বীপের কালীনগর, নামখানা, বকখালি, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ ও পাথরপ্রতিমা থেকে মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে৷


একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজ্য সরকারের৷ রাজ্যের সুন্দরবন উন্নয়মন্ত্রী মন্টুরাম পাখিরা জানিয়েছেন, সুন্দরবনের বিভিন্ন এলাকায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে৷ তাঁর কথায়, ৩০০-রও বেশি সাইক্লোন সেন্টার খুলেছি আমরা৷ সুন্দরবনের উপকূল অঞ্চল থেকে সরিয়ে আনা মানুষদের সেখানে রাখা হয়েছে৷