

যেদিন থেকে শিবির বদলেছেন, সেদিন থেকেই তাঁর পুরনো দল বলে এসেছে ক্ষমতা থাকলে নন্দীগ্রামে গিয়ে দেখান। অবশেষে চ্য়ালেঞ্জটা নিয়ে ফেললেন। সূত্রের খবর, রাত পোহালেই নন্দীগ্রামে পা পড়তে চলেছে নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।


আগামী ৮ জানুয়ারি নন্দীগ্রামেই সভা শুভেন্দুর। তার আগেই কেন সেখানে যাচ্ছেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক? সূত্রের খবর, শুভেন্দুর পরিকল্পনা একাধিক।


সভার আগেই তিনি খতিয়ে দেখবেন নন্দীগ্রামের পরিস্থিতি। সূত্রের খবর সেখানে দাদার অনুগামী বলে যে দলটি রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলে রণকৌশল বোঝাবেন শুভেন্দু।


পাশাপাশি মঙ্গলবার নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরেও পা পড়বে। তিনি যাচ্ছেন বলে বিশেষ পুজোরও আয়োজন হয়েছে নন্দীগ্রামে। শুভেন্দুকে স্বাগত জানতে তৈরি বজরং কমিটি। জানা গিয়েছে, সকাল দশটায় টেঙ্গুয়া মোড়ে পৌঁছবেন শুভেন্দু। সেখান থেকে একটি শোভাযাত্রা যাবে হনুমান মন্দিরে। সেই শোভাযাত্রার প্রধান মুখই তিনি। শোভাযাত্রাটিতে শামিল হতে পারেন ১৫ হাজার লোক। সেক্ষেত্রে শক্তি প্রদর্শন হয়ে যাবে মূল পরীক্ষার আগেই।