

#নন্দীগ্রাম: নন্দীগ্রামের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশ ঘণ্টার মধ্যে মাঠে নামলেন শুভেন্দু অধিকারী। খেজুরি থেকে তাঁর পাল্টা উবাচ-মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে। ছবি-আবীর ঘোষাল


শুভেন্দু এদিন সভাস্থল থেকে বলেন, "কার ভরসায় আপনি দাঁড়াবেন? ৬২ হাজারের ভরসায়। ২ লাখ ১৩ হাজার ভোটে বিজেপি জিতবে। যারা জয় শ্রীরাম বলে। ৬২ হাজার ঘরে সিঁধ কাটব।"ছবি-আবীর ঘোষাল


নন্দীগ্রামে ২৩ শতাংশের বেশি সংখ্যালঘু ভোট রয়েছে। রাজনৈতিক মহলের ব্যখ্যা ৬২ হাজার বলতে শুভেন্দু অধিকারী এই সংখ্যালঘুদের কথাই বলছেন। তিনি অবশ্য প্রসঙ্গান্তরে গিয়ে বুঝিয়েও দিলেন সে কথা। শুভেন্দু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে তিনি মিমের (আসাদুদ্দিন ওয়েইসির) সভা বলে মনে করেন।অর্থাৎ ভোট লড়াইয়ের ময়দান নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম তাসটিকে মোকাবিলা করতে শুভেন্দু যাচ্ছেন সংখ্যালঘু ভোটব্যাঙ্কের তত্ত্বের দিকেই।ছবি-আবীর ঘোষাল


তিনি মনে করছেন, এই ৬২ হাজারভোট বাদ দিয়ে গোটা নন্দীগ্রামের ভোট করায়ত্ত্ব করতে সক্ষম হবেন তিনি। মমতার লাখো মানুষের সভাকে বিদ্রুপ করে শুভেন্দু বলছেন, সেল্ফ হেল্প গ্রুপের কিছু মহিলা কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে ছিলেন সোমবার।ছবি-আবীর ঘোষাল