হোম » ছবি » দক্ষিণবঙ্গ » ব্লাড প্রেসার মাপার অছিলায় ছাত্রীর গোপনাঙ্গে বারে বারে হাত, কলেজ শিক্ষকের 'কীর্তি'তে নিন্দার ঝড়...

ব্লাড প্রেসার মাপার অছিলায় ছাত্রীর গোপনাঙ্গে বারে বারে হাত, কলেজ শিক্ষকের 'কীর্তি'তে নিন্দার ঝড়...

  • Bangla Editor

  • 16

    ব্লাড প্রেসার মাপার অছিলায় ছাত্রীর গোপনাঙ্গে বারে বারে হাত, কলেজ শিক্ষকের 'কীর্তি'তে নিন্দার ঝড়...

    *নিউ নর্মালে অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রীর সঙ্গে পরিচয় কলেজ শিক্ষকের। সেই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বাড়িতে এসে ব্লাড প্রেসার মাপার অছিলায় ওই ছাত্রীর শ্লীলতাহানির করলেন কলেজ শিক্ষক! শুধু ওই ছাত্রীর নয়, একই কায়দায় ওই শিক্ষক ছাত্রীর মায়েরও শ্লীলতাহানির করেন বলে অভিযোগ। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 26

    ব্লাড প্রেসার মাপার অছিলায় ছাত্রীর গোপনাঙ্গে বারে বারে হাত, কলেজ শিক্ষকের 'কীর্তি'তে নিন্দার ঝড়...

    *সেই খবর পেয়ে ওই ছাত্রীর বাবা অভিযুক্ত শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির করেন বলে পাল্টা অভিযোগ উঠেছে। ছাত্রীর বাবাও কলেজ শিক্ষক। ঘটনার প্রাথমিক তদন্তের পর দুই কলেজ শিক্ষক দম্পতিকেই গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 36

    ব্লাড প্রেসার মাপার অছিলায় ছাত্রীর গোপনাঙ্গে বারে বারে হাত, কলেজ শিক্ষকের 'কীর্তি'তে নিন্দার ঝড়...

    *পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই কলেজ শিক্ষকের নাম বিশ্বনাথ সাহা ও অভিজিৎ চক্রবর্তী। গ্রেপ্তার হয়েছেন দুজনের স্ত্রীও। বর্ধমান শহরের ইন্দ্রকানন এলাকার বাসিন্দা বিশ্বনাথ সাহা বর্ধমান রাজ কলেজের ইংরেজির শিক্ষক। অন্যদিকে বর্ধমান টাউন হল পাড়ার বাসিন্দা অভিজিৎ চক্রবর্তী বর্ধমানের টেকনিক্যাল কলেজ এমবিসি ইনস্টিটিউটের শিক্ষক। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 46

    ব্লাড প্রেসার মাপার অছিলায় ছাত্রীর গোপনাঙ্গে বারে বারে হাত, কলেজ শিক্ষকের 'কীর্তি'তে নিন্দার ঝড়...

    *পুলিশ জানিয়েছে, অভিজিৎ চক্রবর্তীর কন্যা রাজ কলেজের প্রথম বর্ষের ছাত্রী। করোনা পরিস্থিতির কারণে কলেজ বন্ধ থাকায় অনলাইন ক্লাস চলছিল। রাজ কলেজের ইংরেজির শিক্ষক বিশ্বনাথ সাহা সেই ক্লাসের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বুধবার অভিজিতবাবুর বাড়িতে যান। অভিজিত বাবু থাকাকালীনই তিনি গিয়েছিলেন। এরপর অভিজিতবাবু কলেজের উদ্দেশ্যে রওনা দেন। তিনি বাড়ি থেকে বের হয়ে যাবার পর বিশ্বনাথ সাহা অভিজিত বাবুর কন্যার ব্লাড প্রেসার মাপার কাজ শুরু করেন। সেই কাজ করার সময় তিনি ওই ছাত্রীর শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করেন বলে অভিযোগ। এরপর ব্লাড প্রেসার মাপার নাম করে তিনি ওই ছাত্রীর মায়েরও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। অভিজিত বাবু বাড়ি ফিরলে তাঁকে সবিস্তারে বিষয়টি জানান তাঁর স্ত্রী ও মেয়ে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 56

    ব্লাড প্রেসার মাপার অছিলায় ছাত্রীর গোপনাঙ্গে বারে বারে হাত, কলেজ শিক্ষকের 'কীর্তি'তে নিন্দার ঝড়...

    *বৃহস্পতিবার সকালে স্ত্রী-মেয়েকে সঙ্গে নিয়ে বিশ্বানাথ সাহার বাড়িতে অভিজিতবাবু চড়াও হন বলে অভিযোগ। সেখানে বচসার পর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিজিতবাবুর স্ত্রী ও বিশ্বনাথবাবুর স্ত্রীর মধ্যে চুলোচুলি শুরু হয়। অভিজিতবাবু দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানি করেছেন বলে বিশ্বনাথবাবু স্ত্রীর অভিযোগ। এলাকার বাসিন্দারা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেয়। খবর যায় বর্ধমান থানার পুলিশের কাছে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES

  • 66

    ব্লাড প্রেসার মাপার অছিলায় ছাত্রীর গোপনাঙ্গে বারে বারে হাত, কলেজ শিক্ষকের 'কীর্তি'তে নিন্দার ঝড়...

    *অভিজিত বাবুর মেয়ে তাঁর কলেজের শিক্ষক বিশ্বনাথ সাহার বিরুদ্ধে বর্ধমান থানায় শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে বিশ্বনাথ সাহার স্ত্রী অভিজিতবাবুর বিরুদ্ধেও শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন। বর্ধমান থানার পুলিশ দুপক্ষের অভিযোগের ভিত্তিতে বিশ্বনাথ সাহা ও তাঁর স্ত্রী এবং অভিজিৎ চক্রবর্তী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে। প্রতীকী ছবি।

    MORE
    GALLERIES