

•অতিমারি আবহে পুরুলিয়ার ছাতা উৎসবে ছন্দপতন, তবে এবারও ঐতিহ্যবাহী ছাতা তুললেন চাকলতোড়ের একদিনের রাজা৷ করোনা সংক্রমনের কথা মাথায় রেখে মেলা বন্ধ করে দেওয়া হয় এবার। ভাদ্র সংক্রান্তিতে পুরুলিয়ায় ছাতা উৎসবের সূচনা করলেন একদিনের রাজা অমিত লাল সিংদেও।


•নেই রাজতন্ত্র, রাজপাট ৷ তবে আজও পুরুলিয়ায় চাকলতোড়ে রাজ পরিবারের রীতি মেনে ছাতা উৎসবের সূচনা করেন 'একদিনের' রাজা৷ একদিনের রাজাকে আজও দেখতে পাওয়া যায় পুরুলিয়ার চাকলতোড়ে।


•জেলা সদর থেকে দশ কিলোমিটার দূরে চাকলতোড়ে পাত্র মিত্র ও দেহরক্ষীদের নিয়ে এক অতিকায় ছাতা তুলে ধরেন এই এক দিনের মহারাজ। প্রজারা সেই ছাতার নিচে জড় হন।


•কথিত আছে চুয়াড় বিদ্রোহের সময় তৎকালীন রাজা জয় লাভ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তার পাশে ছিলেন ভুমিজ ও আদিবাসীরা। এই দিনটিকে স্মরণে রাখতে দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে ছাতা তোলা হয় আজও। এক দিনের রাজা অমিত লাল সিংদেও জানান এই প্রথম ছাতা উৎসবে মেলা বসল না। পৃথিবী মহামারি মুক্ত হবে একদিন, আবার ছন্দে ফিরবে পুরুলিয়ার ছাতা উৎসব। Reporter-Indrajit Mandal