রবিবার থেকেই জেলার তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ছিল। তাতেই কিছুটা স্বস্তিতে জেলাবাসী।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুসারে, আগামী দু তিন ঘন্টায় বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বীরভূমে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ আরও বাড়তে পারে বলে হাওয়া দফতরের আশঙ্কা।
বৈশাখের শুরু থেকেই গরমের তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা হয়ে উঠেছিল জেলাবাসীর। তাতেই স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষা করছিলেন সকলেই।
এই সপ্তাহের শুরুতেই জেলার একাধিক জায়গায় অল্প বিস্তর বৃষ্টিপাত হয়। তারপর থেকেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলাবাসী।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দুদিনও তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। এক থেকে দু'ডিগ্রি ওঠা নামা করবে পারদ।
...