লকেট দাবি করেছেন, এ দিনের সাক্ষাৎ ছিল সৌজন্যমূলক৷ কিন্তু সূত্রের খবর, লকেট শিশির অধিকারীকে আগামী ২৪ মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার জন্য অনুরোধ করেছেন৷ শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ, বাঙালি মেনুতে আপ্যায়নেই লকেট- শিশির সাক্ষাৎ থেমে থাকে কি না, সেটাই এখন দেখার৷ Info and Photo- Sujit Bhowmik