বৃষ্টিতেই সর্বনাশ, ভেঙে পড়ল বিশ্বভারতীর ছাতিমতলা! ছবি দেখলে কষ্ট হবে আপনারও
Bangla Digital Desk
1/ 7
শনিবার দুপুর থেকে বৃষ্টির জেরে ভেঙে পড়ল শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ছাতিমতলা। দুটি শাল গাছের ডাল ভেঙে 'প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি' লেখা বেদিটি সম্পূর্ণ ভেঙে যায়৷
2/ 7
এর আগে রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীন বটবৃক্ষ উপড়ে গিয়ে ঐতিহ্যবাহী ঘন্টাতলা ভেঙে গিয়েছিল৷ এবার ভেঙে পড়ল ছাতিমতলা৷
3/ 7
জানা গিয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ছাতিমতলার সংস্কার করবে। আপাতত এটি ঘিরে রাখা হয়েছে৷ এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে শান্তিনিকেতনের ঐতিহ্য নষ্ট হয়েছে।
4/ 7
১৯৪১ সালের ৭ অগাস্ট প্রয়াত হয়েছিলেন কবিগুরু। কলকাতায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷
5/ 7
এই ছাতিমতলাতেই রয়েছে গুরুদেবের অনেক স্মৃতি। পৌষমেলার থেকে শুরু করে ২৫ বৈশাখ, ২২ শ্রাবণ দিনগুলিতে এখানেই বিশেষ উপাসনা হয়৷
6/ 7
কিন্তু শনিবার সকালে যা ঘটল, তা কল্পনাতীত! জানা গিয়েছে, শাল গাছের আঘাতে ভেঙে গুঁড়িয়ে গেছে ঐতিহ্যবাহী বেদির সেই মার্বেলের আসনটি।
7/ 7
গাছের তলায় চাপা পড়েছে সেই ফলক, যেখানে লেখা, 'তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি'।
বৃষ্টিতেই সর্বনাশ, ভেঙে পড়ল বিশ্বভারতীর ছাতিমতলা! ছবি দেখলে কষ্ট হবে আপনারও
জানা গিয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ছাতিমতলার সংস্কার করবে। আপাতত এটি ঘিরে রাখা হয়েছে৷ এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে শান্তিনিকেতনের ঐতিহ্য নষ্ট হয়েছে।