*লিলুয়া-বর্ধমান শাখায় আবারও কিছু লোকাল ট্রেন বাতিল। উন্নয়নমূলক কাজের জন্য টানা ১৫ দিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল লিলুয়া-বর্ধমান শাখায়। পূর্ব রেলের তরফে একথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। প্রতিবেদনঃ বানওয়ারিলাল চৌধুরি। ফাইল ছবি।
2/ 5
*উচ্চগতি সম্পন্ন ট্রেনের জন্য ওভারহেড ইকুইপমেন্টের উন্নতিকরণ এবং ট্র্যাক মডিফিকেশনের জন্য লিলুয়া-বর্ধমান শাখায় পাওয়ার ব্লক থাকবে। ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত লিলুয়া-বর্ধমান শাখায় কাজ চলবে। ফাইল ছবি।
3/ 5
*হাওড়া, পান্ডুয়া, বর্ধমান, তারকেশ্বর, গুড়াপ, শ্রীরামপুর ও মশাগ্রাম থেকে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। হাওড়া থেকে বাতিল থাকবে 37611, 37815, 37343, 36071, 37011, 36825, 36085- এই ৭টি ট্রেন। পান্ডুয়া থেকে 37614 ট্রেনটি। ফাইল ছবি।
4/ 5
*বর্ধমান থেকে 37834 ও 37840 ট্রেন দুটি। তারকেশ্বর থেকে 37354, গুড়াপ থেকে 36072, শ্রীরামপুর থেকে 37012 এবং মসাগ্রাম থেকে 36086 ট্রেনটি বাতিল থাকবে। ফাইল ছবি।
5/ 5
*এ দিন ট্রেন বাতিলের অসুবিধার কারণে পূর্ব রেলের তরফে সকল যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। ফাইল ছবি।
Train Cancel| Indian Railways|| নিত্যযাত্রীরা বিপদে পড়তে পারেন, আজ থেকে লিলুয়া-বর্ধমান শাখায় ১৫ দিন বাতিল বহু লোকাল ট্রেন, দেখুন তালিকা
*লিলুয়া-বর্ধমান শাখায় আবারও কিছু লোকাল ট্রেন বাতিল। উন্নয়নমূলক কাজের জন্য টানা ১৫ দিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল লিলুয়া-বর্ধমান শাখায়। পূর্ব রেলের তরফে একথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। প্রতিবেদনঃ বানওয়ারিলাল চৌধুরি। ফাইল ছবি।
Train Cancel| Indian Railways|| নিত্যযাত্রীরা বিপদে পড়তে পারেন, আজ থেকে লিলুয়া-বর্ধমান শাখায় ১৫ দিন বাতিল বহু লোকাল ট্রেন, দেখুন তালিকা
*উচ্চগতি সম্পন্ন ট্রেনের জন্য ওভারহেড ইকুইপমেন্টের উন্নতিকরণ এবং ট্র্যাক মডিফিকেশনের জন্য লিলুয়া-বর্ধমান শাখায় পাওয়ার ব্লক থাকবে। ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত লিলুয়া-বর্ধমান শাখায় কাজ চলবে। ফাইল ছবি।
Train Cancel| Indian Railways|| নিত্যযাত্রীরা বিপদে পড়তে পারেন, আজ থেকে লিলুয়া-বর্ধমান শাখায় ১৫ দিন বাতিল বহু লোকাল ট্রেন, দেখুন তালিকা
*হাওড়া, পান্ডুয়া, বর্ধমান, তারকেশ্বর, গুড়াপ, শ্রীরামপুর ও মশাগ্রাম থেকে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। হাওড়া থেকে বাতিল থাকবে 37611, 37815, 37343, 36071, 37011, 36825, 36085- এই ৭টি ট্রেন। পান্ডুয়া থেকে 37614 ট্রেনটি। ফাইল ছবি।
Train Cancel| Indian Railways|| নিত্যযাত্রীরা বিপদে পড়তে পারেন, আজ থেকে লিলুয়া-বর্ধমান শাখায় ১৫ দিন বাতিল বহু লোকাল ট্রেন, দেখুন তালিকা
*বর্ধমান থেকে 37834 ও 37840 ট্রেন দুটি। তারকেশ্বর থেকে 37354, গুড়াপ থেকে 36072, শ্রীরামপুর থেকে 37012 এবং মসাগ্রাম থেকে 36086 ট্রেনটি বাতিল থাকবে। ফাইল ছবি।