

রাজ্য রাজনীতিতে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ হামেশাই করেন রাজনৈতিক নেতারা৷ মিথ্যে মামলা থেকে শুরু করে মিছিলে বাধা দেওয়া, এই ধরনের অভিযোগের সঙ্গে পরিচিত বঙ্গ রাজনীতি৷ কিন্তু এবার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় অভিযোগ করলেন, বিষাক্ত ফুল ছুড়ে তাঁর শারীরিক ক্ষতি করার চেষ্টা করা হয়েছে৷ অবশ্যই রূপার অভিযোগের তির শাসক দল তৃণমূলের দিকে৷


বিজেপি-র পরিবর্তন রথযাত্রা অংশ নেওয়ার সময় গত শনিবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিজেপি নেত্রীর৷ তাঁর দাবি, একটি বড় ফুলের মধ্যে বিষাক্ত বা কেমিক্যাল জাতীয় কিছু মিশিয়ে তাঁর দিকে ছুড়ে মারা হয়েছে৷ ওই ফুল লেগে তাঁর গলার কাছে ফোস্কা পড়ে গিয়েছে বলেও অভিযোগ বিজেপি নেত্রীর৷


গত শনিবার কেতুগ্রাম থেকে মঙ্গলকোট পৌঁছয় বিজেপি-র রথ৷ সেই রথেই ছিলেন রূপা৷ অভিযোগ, তখনই কেউ একজন তাঁর মুখ লক্ষ্য করে ওই বিষাক্ত ফুল ছোড়ে৷


রবিবার বিজেপি-র রথ কালনায় পৌঁছনোর পর একটি সভায় ঘটনার কথা জানান বিজেপি নেত্রী৷ যদিও তিনি জানিয়েছেন, ছোট ঘটনা বলেই বিষয়টি নিয়ে তিনি পুলিশে কোনও অভিযোগ জানাননি৷


রূপা গঙ্গোপাধ্যায় বলেন, 'ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বড় একটা ফুল ছোড়ে৷ ফুলের মধ্যে বিষ বা রাসায়ণিক কিছু মেশানো ছিল৷ আমি যেহেতু মুখটা নিচু করেছিলাম তাই মুখে না লেগে গলার কাছে ফুলটা লেগে ফোস্কা পড়ে গিয়েছে৷'


যদিও বিজেপি নেত্রীর এই অভিযোগ অস্বীকার করেছেন পূর্ব বর্ধমানের তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ৷ তিনি বলেন, 'ওদের লোকেরাই তো ব্যারিকেড করে রথ নিয়ে যাচ্ছে৷ ফুলও ছুড়ছে ওদের লোকরা৷ আমাদের দোষ দিয়ে কী হবে? ওনাকে রাস্তায় দেখা যায় না৷ তাই এখন বানানো গল্প বলে প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন৷'