

#বর্ধমান: কেতুগ্রামের গঙ্গাটিকুরির বাসিন্দা অমিত মাঝি৷ তাঁর কিডনি সমস্যার জন্য দীর্ঘদিন ধরেই কলকাতা এনআরএস মেডিকেল কলেজে তার ডায়ালিসিস চলছিল।কিন্তু হঠাৎই এনআরএস মেডিকেল কলেজ জানায় তার রক্তের গ্রুপ বোম্বে গ্রুপ তাই আর ডায়ালিসিস দেওয়া সম্ভব নয়। কারণ এই বোম্বে গ্রুপের রক্ত তাদের কাছে পর্যাপ্ত নেই বা পাওয়াও যায় না। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ায় অমিত মাঝির পরিবার হতাশ হয়ে পড়ে। Photo- Representative


তিন মাস ধরে বন্ধ ছিল অমিত মাঝির ডায়ালিসিস। আস্তে আস্তে অমিত মাঝি মৃত্যুর মুখে ঢলে ঢোলে পরছিল। অমিত মাঝি বাড়ির লোকজন কেতুগ্রামের স্থানীয় বিধায়ক তথা তৃণমূল নেতা শেখ শাহানজ কাছে দেখা করে এই বিষয় নিয়ে। বিধায়ক তৎপর হয়ে ওঠে অমিতের জীবন বাঁচানোর জন্য। বিধায়ক শেখ সাহানাজের বাবু বাড়ি বীরভূম জেলার নানুর বিধানসভা পাপুরি গ্রামে।


বীরভূমের সূত্র ধরে বিধায়ক বাবু বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হকের কাছে পুরো বিষয়টি খুলে বলে। প্রসঙ্গত এই নুরুল হক বিধায়কের গ্রামের ছেলে কর্মসূত্রে বাড়ি বোলপুর। নুরুল বাবু পুরো বিষয়টি জানার পর বীরভূমের রাজনগর এর বাসিন্দা এক ব্যক্তির বোম্বে গ্রুপের রক্ত আছে বলে জানান তো কারণ তিনি বিভিন্ন জায়গায় রক্তদান শিবির এর মাধ্যমে এই খোঁজ পেয়েছিলেন। সরাসরি নুরুল বাবু পৌঁছে যান রাজনগরের ওই ব্যক্তির বাড়িতে। ওই ব্যক্তিকে পুরো বিষয়টি বলার পর ব্যক্তি জানান আমার রক্ত দিয়ে যদি কাউকে বাঁচানো সম্ভব হয় তাহলে আমি দিতে রাজি আছি। হত দরিদ্র কৃষক পরিবারের যুবক রাজি হয়ে যায় রক্ত দিতে।


সেইমতো নুরুল বাবু ও বিধায়ক নিজে রক্ত দেওয়ার জন্য ওই ব্যক্তিকে কেতুগ্রাম হাসপাতালে নিয়ে যেতে গেলে জানা যায় কেতুগ্রাম হাসপাতলে বোম্বে গ্রুপের রক্ত অমিত মাঝি কে কোনভাবেই দেওয়া যাবে না ওই ব্যক্তির কাছ। বিধায়ক নুরুল বাবু অমিতবাবুর পরিবার দ্বারস্থ হয় বোলপুর মহকুমা হাসপাতালে। বোলপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের টেকনিশিয়ান ধরম দাস তাদের এই কর্মযজ্ঞের সাহায্য করেন। পাশাপাশি ধরম বাবু এই প্রথম বোম্বে গ্রুপের রক্ত দেখে কিছু কিছুটা তাজ্জব বনে যায়। রক্তদানের মধ্যে দিয়ে তিন মাস ধরে না হওয়া ডায়ালাইসিস প্রক্রিয়া চালু হবে অমিতবাবুর এতে বেজায় খুশি ব্লাড ব্যাংকের টেকনিশিয়ান থেকে শুরু করে বীরভূম ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্য থেকে শুরু করে এলাকার বিধায়ক।Photo- Representative