Home » Photo » south-bengal » Rain with Thunderstorm Forecast|| সকালেই নামল আঁধার, ভোর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি জেলায় জেলায়, রইল Update...
Rain with Thunderstorm Forecast|| সকালেই নামল আঁধার, ভোর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি জেলায় জেলায়, রইল Update...
Rain with thunderstorm lightning forecast for next 2 hour: সাত সকালেই নামল রাতের আঁধার। সকাল সকাল বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়্গ্রামে।
*সাত সকালেই নামল রাতের আঁধার। সকাল সকাল বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়্গ্রামে। পরের দিকে অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
2/ 6
*শুক্রবার রাতে ঝড়বৃষ্টি হয়ায় শনিবার সকাল থেকেই তাপমাত্রা বেশ কিছুটা কম। সাময়িক হলেও স্বস্তি মিলেছে। ফলে সপ্তাহান্ত যে বেশ আরামে কাটতে পারে, দীর্ঘ দাবদাহের পরে, তার অপেক্ষাতেই সকলে।
3/ 6
*আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন মেঘলা আকাশ, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। প্রাক বর্ষার বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।
4/ 6
*মৌসুমী বায়ু বা বর্ষা এলেও আগামী চার পাঁচ দিনে ভারী বৃষ্টির কোন লক্ষণ নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই তাপমাত্রা প্রায় একই থাকবে আগামী কয়েকদিন।
5/ 6
*আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। সতর্কতা জারি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এই তিন জেলায় ফ্ল্যাশ ফ্লাড হওয়ার আশঙ্কা রয়েছে।
6/ 6
*ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা রয়েছে। তিস্তা ও তোর্সা-সহ সব নদীর জল স্তর বাড়বে। নীচু এলাকা প্লাবনের আশঙ্কা। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।