

উত্তর-পশ্চিমে সরছে সুস্পষ্ট নিম্নচাপ। ঘূর্ণাবর্ত, নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর জেরে আজ, বৃহস্পতিবারও দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে ৷ বিকেলে পরিস্থিতির উন্নতি হবে। আজও উপকূলে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ Story: Biswajit Saha, Photo: Abir Ghoshal


বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা শহর-সহ ৯ জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সৈকত এলাকায় ঝোড়ো হাওয়া বইবে। ৪৫ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Representational Image


দার্জিলিং, কালিম্পং ও কিছুটা জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- উত্তরবঙ্গের এই উপরের জেলাগুলিতে রবি ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস।কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালের দিকে মূলত মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। সকাল থেকে কয়েক দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে।


কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নীচে। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫০.৫ মিলিমিটার। Representational Image


গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের সুস্পষ্ট নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশার রাউরকেল্লায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিমে এগিয়ে ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, উত্তর মধ্য প্রদেশ, দক্ষিণ উত্তর প্রদেশ হয়ে রাজস্থান পর্যন্ত রয়েছে এবং আগামী চার পাঁচ দিনে আরও এগোবে।মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে ৷ পূর্বাংশ বারাণসী, ডালটনগঞ্জ হয়ে সুস্পষ্ট নিম্নচাপের ওপর দিয়ে ওড়িশার বালেশ্বর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম রাজস্থান, হরিয়ানা এবং পঞ্জাবের উপর। আরব সাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প আসছে ৷ যার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ Representational Image