আগামী ২/৩ ঘণ্টার মধ্যেই জেলায় জেলায় বৃষ্টি নামতে পারে! হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বজ্রপাতের সময় বিপদ এড়াতে মানুষজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।